Tuesday, November 4, 2025

“দিদির সুস্থতা কামনা করি”: জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

শুক্রবার ৫ জানুয়ারি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্মদিন (Birthday)। এদিন মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানান সমস্ত ক্ষেত্রের প্রতিনিধিরা। শাসকদলের নেতা মন্ত্রীদের পাশাপাশি তাঁকে শুভেচ্ছা জানাতে দেখা যায়  সিনেমা ও টেলিভিশন জগতের ব্যক্তিদেরও। তবে কিছুটা পরে হলেও এই বিশেষ দিনে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে তাঁকে ‘দিদি’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। এদিন নিজের এক্স হ্যান্ডেলে মমতার উদ্দেশে শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, সরকারি রেকর্ড অনুযায়ী, ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই হিসেবে ৬৯ বছর পেরলেন তিনি। তবে সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ৫ জানুয়ারি হলেও, এই দিনটিতে তাঁর আসল জন্মদিন নয়। নিজের লেখা ‘একান্তে’ বইতেই আসল জন্মদিনের কথা মুখ্যমন্ত্রী লিখেছেন। দুর্গাপূজোর মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় জন্ম তাঁর।

তবে এদিন শুধু প্রধানমন্ত্রীই নন, দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা দলনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন, দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। এদিন এক্স হ্যান্ডলে শুভেচ্ছাবার্তা দিয়ে তিনি অবশ্য উল্লেখ করেছেন, নেত্রীর আসল জন্মদিন দুর্গাষ্টমীতে। তাঁর মা সেই দিনটাই মানতেন। তবু প্রতি বছর ৫ জানুয়ারির দিনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হিসেবে পালিত হয়”।

 

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...