Saturday, August 23, 2025

“মুখ্যমন্ত্রীর অনুমোদন মিললে তবেই অপসারণ”! সুপ্রিম রায়ে স্বস্তিতে মন্ত্রী

Date:

বড়সড় স্বস্তিতে ইডির হাতে ধৃত তামিলনাডুর (Tamil Nadu) মন্ত্রী ভি সেন্থিল বালাজি (V Senthil Balaji)। শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court of India) সাফ জানিয়ে দিল, মুখ্যমন্ত্রীর সম্মতি বা অনুমোদন ছাড়া কোনওভাবেই সরানো যাবে না কোনও মন্ত্রীকে। পাশাপাশি মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court) এই বিষয়ে যে রায় দিয়েছে তা একেবারেই সঠিক বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ (Division Bench)।

মাদ্রাজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন এম এল রবি নামে স্বঘোষিত এক সমাজকর্মী। শুক্রবার রায় দিতে গিয়ে বিচারপতি অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ স্ষ্ট জানিয়ে দিয়েছে, ‘মাদ্রাজ হাইকোর্ট সঠিক রায় দিয়েছে। ওই রায়ে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই। একজন মন্ত্রীকে সরানোর বিষয়ে মুখ্যমন্ত্রীই চূড়ান্ত নেওয়ার অধিকারী’।

উল্লেখ্য, গত বছরই দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তামিলনাডুর মন্ত্রী ভি সেন্থিল বালাজি। এরপর নিজের মর্জিমাফিক মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের কথামতো বরখাস্তের নির্দেশ তুলে নেন। এরপরই ভি সেন্থিল রাজুকে দফতর বিহীন মন্ত্রী করেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

ইডির হাতে ধৃত মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের হয়। ওই মামলাতে মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, কোনও মন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা এবং না রাখার বিষয়টি সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর এক্তিয়ার। কোনও মন্ত্রীকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া রাজ্যপালের বরখাস্তের এক্তিয়ার রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

 

 

 

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version