Saturday, January 10, 2026

কথা রাখলেন অভিষেক, ৭৬১২০ প্রবীণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ তারিখের মধ্যে ঢুকবে ভাতা

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখেন। এটাই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সবচেয়ে বড় USP। আবার সেটা প্রমাণ করলেন তিনি। প্রতিশ্রুতি মতো, রবিবার, পৈলানের সভা থেকে ৭৬১২০জন প্রবীণ মানুষের হাতে তুলে দিলেন বার্ধক্যভাতার কাগজ। জানিয়ে দিলেন কীভাবে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে টিম অভিষেক।

এদিন পৈলানের মাঠে সভা করতে গিয়ে কিছুটা নস্টালজিক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানান, “২০১৪ সালের মার্চে যখন আমার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়, তখন প্রথম এই পৈলানেই সভা করেছি।“ প্রত্যেক নির্বাচনের আগেই এই মাঠে সভা করেন তিনি। বলেন, গত ১০ বছরে তাঁর এক্তিয়ার অনুযায়ী উন্নয়নের কাজ মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন তৃণমূল সাংসদ। এরপরেই এদিনের সভাকে প্রতিশ্রুতির পূরণের অনুষ্ঠান বলে বর্ণনা করেন অভিষেক। জানান, এদিন শুধু পৈলানে নয়, ডায়মন্ড হারবার জুড়ে ১৬৪টি আলাদা সভা হচ্ছে। সেখানে তৃণমূল নেতৃত্ব, জনপ্রতিনিধি, বিশিষ্টরা প্রবীণদের হাতে ১০০০ টাকা ভাতা তুলে দিচ্ছেন।

কীভাবে হয়েছে কাজ?
• অভিষেক জানান, গত ২মাস ধরে এই প্রক্রিয়া চলেছে। তাঁর নির্বাচনী কেন্দ্রে আগে সব এলাকায় প্রবীণদের নাম নথিভুক্ত হয়েছে। ৮৫হাজার নাম নথিভুক্ত হয়।
• এরপর এই নাম ধরে হয় ফিজিক্যাল ভেরিফিকেশন। বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি দেখে আসেন স্বেচ্ছা সেবকরা।
• এই নামের মধ্যে থেকে ৭৬১২০ জনকে শনাক্ত করা হয়, কাদের সত্যিই প্রয়োজন আছে
• ১৬৩৮০ স্বেচ্ছাসেবক ৫ জন বয়স্ক মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন

অভিষেক জানান নভেম্বর মাসে এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ডায়মন্ড হারবারে বার্ধক্যভাতা দেবেন বলে জানান। কিন্তু এদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস বলে অনেক কর্মসূচি থাকে। সেই কারণেই বছরের প্রথম রবিবারটি বেছে নেন তিনি।

একই সঙ্গে অভিষেক বলেন, আগামী তিনদিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। “৩দিন পরে ১১ তারিখ থেকে আমার অফিস থেকে ফোন করে জানব সবাই টাকা পেয়েছেন কি না!” যদি কোনও কারণে টাকা না ঢোকে তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। অভিষেকের আশ্বাস, “বার্ধক্যভাতা যে শুরু করলাম সেটা ১-২মাস নয়, যতদিন রাজ্য সরকার না দিতে পারছে আমি বেঁচে থাকলে পাবেন।“

তবে এটা ভোটের রাজনীতি নয়- তা স্পষ্ট করেন অভিষেক। জানান, “আমরা বলতে পারতাম নির্বাচনের পরে করব, কিন্তু তা করিনি।“ অভিষেকের কথায়, এই ভাতা প্রাপকের মধ্যে শুধু তৃণমূল নয়, বিজেপি-সিপিএম-কংগ্রেস আছে। কোনও রাজনৈতিক রং দেখা হয়নি।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...