বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত বেকেনবাওয়ার । দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার। সোমবার তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। মৃত্যুকালে বয়স হওয়েছিলো ৭৮ বছর। বিরল রোগে আক্রান্ত ছিলেন তিনি। ভুগছিলেন দীর্ঘ দিন ধরে। ‘পার্কিনসন্স ডিজিজ’-এ ভুগছিলেন বেকেনবাওয়ার। হৃদযন্ত্রের চিকিৎসাও চলছিল তাঁর।

বেকেনবাওয়ারে মৃত্যুর খবর নিয়ে, এক বিবৃতিতে তার পরিবারের তরফে বলা হয়েছে, “গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার রবিবার রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছেন। তাঁর পরিবার সেই সময় ওঁর সঙ্গেই ছিল। আশা করি সবাই ওঁর পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকবেন।”

১৯৭৪ সালে বেকেনবাওয়ারের নেতৃত্বেই বিশ্বকাপ জেতে তৎকালীন পশ্চিম জার্মানি। শুধু ফুটবলার হিসেবে নয়, কোচ হিসেবেও বিশ্বকাপ জেতার নজির রয়েছে বেকেনবাওয়ারের। ১৯৯০ সালে মারাদোনার আর্জেন্তিনাকে হারানো পশ্চিম জার্মানি দলের কোচ ছিলেন বেকেনবাওয়ার। বস্তুত, তিনি বিশ্বের তৃতীয় ব্যক্তি যিনি ফুটবলার এবং কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন। সেই তিন জনের সবচেয়ে প্রথম জন, ব্রাজিলের মারিয়ো জাগালো দু’দিন আগেই মারা গিয়েছেন ।

১৯৬৪ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন বেকেনবাওয়ার। জার্মানির ক্লাবের হয়ে ৪০০-রও বেশি ম্যাচ থেলেছেন তিনি। ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার বেকেনবাওয়ার। বায়ার্নের হয়ে চারটি লিগ খেতাব এবং তিন বার ইউরোপ সেরার খেতাব জিতেছেন তিনি।


আরও পড়ুন-এএফসি এশিয়ান কাপে নিজেদের লক্ষ্য নিয়ে অকপট গুরপ্রীত
