সুপ্রিম কোর্টের রায়ের পর বেপাত্তা বিলকিসের ১১ ধর্ষক!

গুজরাট আদালত মুক্তি দিলেও সুপ্রিম আদালতের রায়ে নিস্তার মেলেনি বিলকিস বানোর ১১ ধর্ষকের। জেলের ঠিকানাতেই ফিরতে হবে তাঁদের। কিন্তু কোথায় ‘অপরাধী’রা? সূত্রের খবর গুজরাটের দাহোদ জেলার রন্ধিকপুর ও সিংভাদ গ্রামে তাঁদের বাড়ি সোমবার থেকেই তালাবন্ধ। বেপাত্তা বিলকিসের ১১ ধর্ষক! বিজেপি শাসিত রাজ্যে কী তাঁরা বিশেষ সুবিধা পেলেন, উঠছে প্রশ্ন।

গুজরাট আদালত ধর্ষকদের মুক্তি দিলেও সেই মামলা যায় শীর্ষ আদালতে। সর্বোচ্চ আদালত মুক্তিদানের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে দুসপ্তাহের মধ্যে মুক্তিপ্রাপ্ত ১১ জনকে আত্মসমর্পণ করতে হবে। তার আগে যদিও সবাই নিখোঁজ। সবার নজর এখন মহারাষ্ট্র সরকারের ওপর। গুজরাটের মতো এই সরকারেরও শরিক বিজেপি। কী করবে রাজ্য সরকার? যাঁদের মুক্তি বিজেপি উদ্‌যাপন করেছিল,এবার তাঁদের পদক্ষেপ কী হবে? সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, অপরাধীরা শাস্তির মেয়াদ কমানোর আবেদন করতেই পারেন। কিন্তু সে জন্য তাঁদের ফের কারাগারে ফিরে যেতে হবে। কারণ, কারাগারের বাইরে জামিনে বা অন্যভাবে মুক্ত থাকা অবস্থায় সেই আবেদন জানানোর অধিকার তাঁদের নেই।

Previous articleবিবাহ বিচ্ছেদ মামলায় জামিনের আগেই ‘অপহরণ’! হুলুস্থুলু আদালতে
Next articleহৃদরোগে আক্রান্তদের টেলি মেডিসিন পৌঁছে দিতে নয়া উদ্যোগ স্বাস্থ্য দফতরের!