Saturday, November 8, 2025

নজরে লোকসভা ভোট! বিকেলেই জেলার নেতাদের সঙ্গে কালীঘাটে বৈঠক মমতার

Date:

দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই লক্ষ্যেই বুধবার থেকে শুরু হচ্ছে দলের জেলাওয়াড়ি বৈঠক (State Leader Meeting)। আর বৈঠকের নেতৃত্ব দেবেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি ও মুর্শিদাবাদের নেতানেত্রীরা। এদিন বিকেল চারটে নাগাদ কালীঘাটে (Kalighat) অর্থাৎ নিজের বাসভবনেই পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এরপর ধাপে ধাপে অন্যান্য জেলার নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তবে জানা গিয়েছে, এদিন লোকসভা নির্বাচনের আগে দলের রণকৌশল বাতলে দিতেই দলনেত্রীর এই বৈঠক।

তবে শুধু বৈঠকই নয়। নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গ থাকতে পারেন মমতা। এছাড়া চলতি মাসের শেষ সপ্তাহে কোচবিহারে সভা করার রয়েছে তাঁর। প্রশাসনিক সভার পাশাপাশি কর্মীসভাও করতে পারেন তিনি। সামনেই লোকসভা ভোট। এদিনের বৈঠক থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের যাবতীয় রণকৌশল ঠিক করে দেবেন বলেই মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে কী বার্তা দেন সু্প্রিমো, সেদিকেই তাকিয়ে দল। সূত্রের খবর, এদিন বিকেল চারটে নাগাদ কালীঘাটে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন মমতা। এরপর অন্যান্য জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে দলের নজরে রয়েছে দুই মেদিনীপুর আসন। এই জেলার আসন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে তৃণমূল।

অপরদিকে, আগামী ১ ফেব্রুয়ারি ডায়মন্ড হারবারে রিভিউ বৈঠক করবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঠকে থাকবেন জেলাশাসক,বিডিও, পঞ্চায়েত প্রধান থেকে পুর প্রধানরাও। আমতলা নব নির্মিত অডিটোরিয়ামে এই রিভিউ বৈঠক হবে।

 

 

 

 

Related articles

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...

প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক সেলের নয়া কমিটি ঘোষণা তৃণমূলের

তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতির নিয়োগ, জেলা মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতিদের তালিকা এবং পশ্চিমবঙ্গের রাজ্য মাধ্যমিক...
Exit mobile version