ধোনির রেকর্ড ভাঙতে আগ্রহী রোহিত! কী পদক্ষেপ ভারত অধিনায়কের

এবার নতুন করে রেকর্ড গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের (MI)প্রাক্তন অধিনায়ক।

খাতায় কলমে হিসেব করলে প্রায় ৪২৭ দিন পর দেশের জার্সি গায়ে ২০-২০ ফরম্যাটে ফিরছেন ভারতের হিটম্যান। হার্দিক (Hardik Pandya)এবং সূর্য (Surya Kumar Yadav)বাইরে থাকায় নির্বাচকরা রোহিত শর্মার (Rohit Sharma)নেতৃত্বের উপরেই আস্থা রেখেছেন।মহেন্দ্র সিং ধোনির (Mahendra Sing Dhoni)পরে রোহিতই ভারতকে একেবারে বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছিলেন। যদিও ২০২৩-এ স্বপ্ন ভঙ্গ হয় দেশের ক্রীড়াপ্রেমিদের। কিন্তু এবার নতুন করে রেকর্ড গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের (MI)প্রাক্তন অধিনায়ক। আগামিকাল থেকে শুরু হতে চলা আফগানিস্তান সিরিজ জিততে পারলেই টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙার সুযোগ রোহিতের কাছে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর থেকে আর রোহিত শর্মাকে ভারতের টি-টোয়েন্টি দলে দেখা যায়নি। অনেকেই ভেবেছিলেন যে আর বোধহয় এই ফরম্যাটে ফিরবেন না মুম্বইয়ের তারকা। বিশ্বকাপে তিনি ক্যাপ্টেন এবং ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়াকে ভরসা জুগিয়েছেন। এবার ঘরের মাঠে আফগানদের হারাতে পারলেই নিজের অধিনায়কত্বের ক্যারিয়ারে বড় সাফল্য পাবেন রোহিত। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সব থেকে বেশি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে ধোনির। ৭২টি ম্যাচে অধিনায়কত্ব করে ৪২টি ম্যাচ জিতেছেন তিনি। রোহিত রয়েছেন দ্বিতীয় স্থানে। ৫১টি ম্যাচে নেতৃত্ব দিয়ে রোহিত জিতেছেন ৩৯টি ম্যাচ। অর্থাৎ, ঘরের মাঠে আফগানিস্তানকে তিনটি ম্যাচেই হারাতে পারলে রোহিতেরও ৪২টি জয় হয়ে যাবে। অর্থাৎ ধোনিকে ছুঁয়ে ফেলবেন তিনি।

Previous article৩৬ কলেজ অধ্যক্ষদের নিয়ে NAAC স্বীকৃতির প্রস্তুতি কর্মশালা
Next articleকোনও সহযোগিতা নয়, ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নির্দেশিকা জারি ঝাড়খণ্ড সরকারের