Wednesday, December 17, 2025

Maharastra: শিবসেনায় শিন্ডের নেতৃত্ব বৈধ, উদ্ধবের দাবি উড়িয়ে জানালেন স্পিকার

Date:

Share post:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ ১৬ বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন জানিয়েছিল উদ্ধব ঠাকরে শিবির। তবে সে আবেদন বুধবার খারিজ করে দিলেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকর। সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন একনাথ শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীকে আসল শিবসেনা হিসাবে স্বীকৃতি দিয়েছে। ফলে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর পক্ষ থেকে ১৬ বিধায়কের সদস্যপদ খারিজের যে আর্জি জানানো হয়েছিল, তা খারিজ করে দেওয়া হচ্ছে।’ এদিন অধ্যক্ষের সিদ্ধান্ত ঘোষণার সময়ে বিধানসভার সেন্ট্রাল হলে হাজির ছিলেন শিবসেনার দুই যুযুধান গোষ্ঠীর প্রতিনিধিরা।

২০২২ সালের জুন মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়েছিলেন একনাথ শিন্ডে-সহ শিবসেনার বিধায়কদের একাংশ। পরে বিজেপির সমর্থন নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন শিবসেনার বিদ্রোহী নেতা শিন্ডে। তার আগেই দলত্যাগ বিরোধী আইনে দলের বিক্ষুব্ধ ১৬ বিধায়কের সদস্যপদ খারিজের দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। যদিও শিন্ডে-সহ বিদ্রোহী শিবসেনা বিধায়কদের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত নিয়ে টালবাহানা করেছিলেন অধ্যক্ষ রাহুল নারভেকর।

এরপর বিষয়টি গড়ায় শীর্ষ আদালতে। বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে টালবাহানা করায় মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে তুলোধনা করেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। সিদ্ধান্ত নেওয়ার জন্য ১০ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার দিনেই সিদ্ধান্ত ঘোষণা করলেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ। নিজের রায় ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, ‘আসল লড়াই হচ্ছে, কোন গোষ্ঠী আসল শিবসেনা। নির্বাচন কমিশন একনাথ শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীকে আসল শিবসেনা হিসাবে স্বীকৃতি দিয়েছে। বিধানসভার অধ্যক্ষ হিসাবে আমার ক্ষমতারও একটা সীমা রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। তাছাড়া ২০১৮ সালে শিবসেনার যে গঠনতন্ত্র সংশোধিত হয়েছিল, তা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই একনাথ শিন্ডেকে শিবসেনার পরিষদীয় দলের নেতার পদ থেকে হঠানোর অধিকার নেই উদ্ধব ঠাকরের।’

spot_img

Related articles

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...