Wednesday, November 12, 2025

সনাতন ধর্মের নিয়ম ল.ঙ্ঘনের অভিযোগ! রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ‘না’ ৪ শঙ্করাচার্যের

Date:

সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘিত হচ্ছে! আর সেকারণেই রামমন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ৪ শঙ্করাচার্য (Shankaracharya)। ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) উদ্বোধন হবে রামমন্দিরের। আর সেই অনুষ্ঠানেই এবার উপস্থিত না থাকার সিদ্ধান্ত সাফ জানিয়ে দিলেন দেশের চার শঙ্করাচার্য। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী হিসেবে সারা দেশের বহু সাধু-সন্ত উপস্থিত থাকার কথা। এমন আবহেই একাধিক সংবাদমাধ্যমের খবর সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।

কিন্তু আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন তাঁরা?

উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানিয়েছেন, চার শংকরাচার্য সেদিন উপস্থিত থাকবেন না কেননা সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘিত হচ্ছে এই অনুষ্ঠানে। তবে তিনি এও জানিয়েছেন, আমাদের কারও বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। তবে খুব তাড়াহুড়ো করে এই মন্দির উদ্বোধন হচ্ছে। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ আরও বলেন, মন্দির পুরোপুরি তৈরি না করেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা একেবারেই শাস্ত্র বিরুদ্ধ। এদিকে পুরীপীঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর দাবি, “মোদি সরকারের এই প্রচেষ্টা আসলে কোনও পবিত্র মন্দির নয়, এক সমাধিকে ঘিরে”। শীর্ষ ধর্মগুরুরা মনে করছেন, মোদিই থাকবে অনুষ্ঠানের একেবারে প্রথম সারিতে। এর ফলে সনাতন শাস্ত্রের দিকটি অবহেলিত হবে।

উল্লেখ্য, ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির থাকার জন্য পুরী গোবর্ধন পীঠ, উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠ-সহ হিন্দু ধর্মের চার পীঠের শঙ্করাচার্যকে আমন্ত্রন জানানো হয়েছিল। কিন্তু কয়েকদিন আগেই পুরী গোবর্ধনপীঠের শঙ্করাচার্য সবামি নিশ্চলানন্দ সরস্বতী জানিয়েছিলেন, তিনি অযোধ্যার অনুষ্ঠানে যাচ্ছেন না। আর বৃহস্পতিবার উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী সাফ জানিয়ে দিলেন অযোধ্যায় সনাতন ধর্ম লঙ্ঘন হতে চলেছে। আর সেকারনেই ৪ শঙ্করাচার্যের কেউই সেখানে উপস্থিত থাকবেন না বলে সাফ জানিয়েছেন।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version