Wednesday, May 14, 2025

এসএনইউতে আইআইসি রিজিওনাল মিটে পুঁথিগত বিদ্যার সঙ্গে হাতে কলমে শিক্ষায় জোর

Date:

Share post:

শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়। তার পাশাপাশি প্রয়োজন হাতে কলমে শিক্ষা। তবেই কোন একটি বিষয় সম্পর্কে সঠিকভাবে জানতে পারে পড়ুয়া। এই হাতে কলমে শিক্ষার ওপর বিশেষ নজর দেওয়ার কথা উঠে এল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশন’স ইনোভেশন কাউন্সিলের রিজিওনাল মিটে। প্রতিটি বিষয়ে হাতে কলমে শিক্ষার মাধ্যমে দিশা দেখাচ্ছে এই বাংলার এসএনইউ বিশ্ববিদ্যালয়।শুক্রবার নিউটাউনে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
এদিন মুক্তমঞ্চের অনুষ্ঠানে স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করেন বেলুড় বিবেকানন্দ ইউনিভার্সিটির স্বামী সর্বত্তমানন্দজি। ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী, মণীশ জৈন, দীপন সাহু, তপন মিশ্র, ধ্রুবজ্যোতি ভট্টাচার্য সহ বিশিষ্টরা।স্বামী সর্বত্তমানন্দজি বলেন, স্বামীজীর দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আজকের শিক্ষা পলিসি অনেকদিন আগেই স্বামীজি বলেছিলেন।প্রতিটি বিষয় পড়ানোর ক্ষেত্রে ছাত্রদের নিজস্ব চিন্তার বিকাশ ঘটানোর চেষ্টা করছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

প্রধান অতিথি ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন। তিনি বলেন,পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার উন্নয়নে সবসময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকেও উদ্বুদ্ধ করছে, সাহায্য করছে।আজকের এই আয়োজন পড়ুয়াদের নতুন দিশা দেখাবে। এভাবে ছাত্রদের গবেষণার দিকেও ঝোঁক বাড়ে। পাঠ্য বই পড়া ছাড়া বিশ্বজুড়ে যে ধরনের কাজ হচ্ছে তার সঙ্গে পরিচিত করার চেষ্টা করছে এসএনইউ। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী বলেন, শৈশব পেরিয়ে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আজ এক স্বপ্নের নাম। আমরা স্বামী বিবেকানন্দর দেখানো পথে উদ্বুদ্ধ। বিবেকানন্দ বলেছিলেন, ওঠো জাগ্রত হও। শিক্ষাই চরিত্র গঠন করে।আধুনিক দুনিয়ার চাহিদার সঙ্গে সাযুজ্য রেখে এবং আধুনিক প্রজন্মের স্বাভাবিক প্রযুক্তিগত দক্ষতার কথা ভেবেই এখানকার পাঠ্যক্রম তৈরি করা হয়। জোর দেওয়া হয় পেশাদারি দক্ষতা গড়ে তোলার দিকেও।

এমআইসির অ্যাসিস্টেন্ট ইনোভেশন ডিরেক্টর দীপন সাহু বলেন, স্বামীজি বলেছিলেন যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো, ততক্ষণ হাল ছেড়ো না। এটা ছাত্র যুবদের সবসময় মনে রাখতে হবে। রাজ্য সরকার পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য সব সময় সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে।গরীব মেধাবি ছাত্রদের উচ্চশিক্ষার জন্য সহা্য়তা করছে।আগামী দিনে এরাজ্যের পড়ুয়ারা প্রযুক্তিগত শিক্ষাতেও বিশ্বে জায়গা করে নেবে।ইসরোর প্রাক্তন চিফ অফিসার তপন মিশ্র বলেন, দেশের গ্রামীণ এলাকার ছাত্র ছাত্রীদের মহাকাশ গবেষণার উপরে আগ্রহ তৈরি করতে স্থানীয় স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে ইসরো। তাদের সাফল্যের নেপথ্যে ছাত্রদের অনেক অবদান।

এসএনইউর ভাইস চ্যান্সেলর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন,মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, এবং নিউট্রিশন, ইত্যাদি বিষয় পড়ে কেরিয়ার তৈরির বহু সুযোগ রয়েছে।বর্তমানে শিক্ষা ক্ষেত্রে মাইক্রোবায়োলজির চাহিদা অত্যন্ত বেড়েছে। মাইক্রোবায়োলজির মধ্যে বিভিন্ন ডোমেইন রয়েছে।মাইক্রোবায়োলজিতে কেরিয়ার তৈরির উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। হাসপাতাল, ক্লিনিকাল ল্যবরেটরি তো রয়েছেই, তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ফার্মাসিউটিক্যাল-বায়োটেক সংস্থা, পরিবেশ সংস্থা, খাদ্য শিল্প, পানীয় শিল্প, রাসায়নিক শিল্প, কৃষি বিভাগ এবং সরকারি স্তরে বিভিন্ন ধরনের প্লেসমেন্টের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ২০১৮ সালে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তার গৌরবময় যাত্রা শুরু করে। উদ্দেশ্য ছিল, শিক্ষাক্ষেত্রে পূর্ব ভারতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা। সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত ও উন্নততর শিক্ষার পাশাপাশি গবেষণামূলক শিক্ষার উপরও জোর দিয়ে চলেছে এসএনইউ। প্রথম থেকেই শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষাবিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিল এসএনইউ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রক্রিয়ার মূলে রয়েছে শিল্প ভিত্তিক পাঠ্যক্রম এবং পরীক্ষামূলক শিক্ষার এক অদ্ভুত মেলবন্ধন।এদিনের অনুষ্ঠানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা হাতে কলমে বিভিন্ন বিষয় প্রদর্শন করে।

spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...