Saturday, August 23, 2025

নতুন বছরের শুরুতেই ফের শহর কলকাতা (Kolkata) থেকে উদ্ধার (Rescue) এক যুবকের দেহ! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ই এম বাইপাস সংলগ্ন চৌবাগা খালে ১৯ বছরের যুবক বিশ্বজিৎ মণ্ডলের (Bishwajit Mondal) মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই এদিন তড়িঘড়ি পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে প্রগতি ময়দান থানার পুলিশ (Pragati Maidan Police)। তবে যুবকের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে অপহরণ করে পিটিয়ে মারা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর উনিশের যুবক বিশ্বজিৎ কলকাতার মুকুন্দপুরের বাসিন্দা। পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৯ জানুয়ারি রাতে পিসির বাড়িতে শীতলা পুজোর মেলা দেখতে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেখানে কয়েক জন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপর ওই যুবকরা বিশ্বজিৎকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। কিন্তু ঠিক কী কারণে ওই যুবককে খুন করা হল তা এখনও স্পষ্ট নয়। তবে বিশ্বজিতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিশ্বজিতের আত্মীয়দের দাবি, গত ৯ জানুয়ারি রাতে ধাপার কাছে থানাবেড়িয়া এলাকায় পিসির গিয়েছিলেন বিশ্বজিৎ। রাত সাড়ে ৯টা নাগাদ পিসির বাড়ি থেকে বেরিয়ে মেলায় যান তিনি। সেখানে মদ্যপানও করেন। রাতের দিকে রাস্তায় এক যুবতীর সঙ্গে বচসায় জড়ান তিনি। অভিযোগ, বচসার পরই ওই যুবতীর সঙ্গীরা গভীর রাতে অপহরণ করে বিশ্বজিতকে। বন্ধুরাও খুঁজে পায়নি ওই যুবককে। তারপর দুদিন খোঁজ মেলেনি তাঁর। শনিবার সকালে চৌবাগা খালে তাঁর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

 


Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version