Wednesday, December 3, 2025

এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হার ভারতের

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারলো ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ৪৫ মিনিট যে লড়াইটা চালিয়েছিল ভারতীয় দল, সেটা দ্বিতীয়ার্ধে একেবারে ছিলো ফিকে। প্রথম ৪৫ মিনিটে শুধু ডিফেন্স করে গোল বাঁচানো নয়, গোল করার মতো জায়গাতেও চলে গিয়েছিল ভারত। তবে সুনীল ছেত্রী গোল করতে না পারায় ভুগতে হল।

ম্যাচের প্রথামার্ধে ডিফেন্স শক্ত রেখে আক্রমণে ঝাঁপায় ইগর স্টিম্যাচের দল। তবে পাল্টা আক্রমণে যেতে ভুল করেনি অজিরা। তবে প্রথমার্ধে দু’দল আক্রমণে গেলেও, প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় অস্ট্রেলিয়া। যার ফলে ম্যাচের ৫০ মিনিটে গোল পেয়ে যায় তারা। বাঁ-দিক থেকে একটি ক্রস ভেসে আসে, গুরপ্রীত বল সংগ্রহ করতে আসে। তিনি বলটি ধরে রাখতে পারেননি। সেটা সরাসরি আরভিনের কাছে চলে যায়। সেই বল ধরেই আরভিন বল জালে জড়ান। ১-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া।এরপর পালটা আক্রমণে যায় ভারত। ম্যাচের ৬৬ মিনিটে ছাংতে বল পান এবং বাম টাচলাইনে তিনি তাঁর মার্কারকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। রায়ান প্রথমে বল ক্লিয়ার করতে এসেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যান। গোল ফাঁকা হয়ে যায়। ফাঁকা গোলে দূর থেকে বল জড়ানোর সুযোগ ছিল ছাংতের সামনে। কিন্তু তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৭৩ মিনিট ফের গোল হজম করে স্টিম্যাচের ছেলেরা। পরিবর্ত হিসেবে মাঠে নামার এক মিনিটের মধ্যে দলকে ২-০ এগিয়ে দেন জর্ডন বস। ম্যাকগ্রি বল নিয়ে আক্রমণে ওঠেন। তিনি পোস্টের কাছে দাঁড়ানো জর্ডনকে বল বাড়ান। এবং বস গোল করে দলকে ২-০ এগিয়ে দেন। দ্বিতীয় গোল হজম করার পরেই লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা ও আকাশ মিশ্রকে নামান ইগর। ম্যাচে একাধিক পরিবর্তন করেও গোলের মুখ খুলতে পারেনি ভারতীয় দল। যার ফলে ২-০ গোলে হারের মুখ দেখল ভারতীয় দল।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই দলে, সুযোগ না সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন ঈশাণ?

 

spot_img

Related articles

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...