কলম্বিয়ার ভূমি ধসে মৃত বেড়ে ৩৪! এখনও চলছে উদ্ধার কাজ

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে রে চোকো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের জেরে ভয়ংকর ভূমিধসের ঘটনায় এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর মিলেছে। গতকাল রাতেই এই সংখ্যা নিশ্চিত করেছে কলম্বিয়ার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমন্ট অথরিটি । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাকৃতিক বিপর্যয় জেনে প্রবল বৃষ্টিপাত হচ্ছে কলম্বিয়ায়। বিশেষ করে পশ্চিমাঞ্চলের পরিস্থিতি যথেষ্ট চিন্তার।শুক্রবার কুইবদো ও মেদেলিন শহরসংযোগকারী পার্বত্য এলাকার একটি ব্যস্ত পুর সড়কে এই ভূমিধস হয়। প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যুর খবর সামনে এলেও সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও উদ্ধার কাজ চলছে এবং বেশ কিছু দেহ সনাক্ত করা সম্ভব হয়নি বলে খবর।

Previous articleভারত বি.রোধিতার খেসারত! মালদ্বীপের গুরুত্বপূর্ণ নির্বাচনে গোহারা হার মুইজ্জুর দলের
Next articleTBAAK কার্নিভাল: গান-কবিতা-নাটিকায় রবিবাসরীয় সকাল মাতিয়ে দিলেন খরাজ