Friday, August 22, 2025

ঠিক বাস্তবের ‘হম দিল দে চুকে সনম’! চুক্তিপত্রে সই করিয়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

Date:

Share post:

বাস্তবের ‘হম দিল দে চুকে সনম’! আবার কিছুটা আলাদাও। সিনেমার পর্দায় তবে শেষপর্যন্ত জিতে গিয়েগিছেল স্বামী তথা অজয় দেবগণ। সলমন খানের আর প্রেমিকা ঐশ্বর্যকে রাইকে পাওয়া হয়নি। তবে ধূপগুড়ি রেলস্টেশন সংলগ্ন বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ভেমটিয়ার ঘটনাটি অবশ্য উলটো। স্ত্রী আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। স্বামী তাই ১০ জনকে সাক্ষী রেখে স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি করে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিলেন।

প্রেম একবার নয়, দু’‌বার। প্রথমে প্রেমে বিয়ে এবং সাত বছর সংসার হয়ে গিয়েছে। তার জেরেই এখন তিন বছরের এক সন্তানও রয়েছে। কিন্তু তার পরও এসেছে দ্বিতীয় প্রেম। গ্রামেরই অন্য এক যুবককে মন দিয়েছেন স্ত্রী। দীর্ঘদিন প্রেমালাপ চললেও যদিও কাকপক্ষীতে তা টের পাননি। এরইমধ্যে একদিন রাতের অন্ধকারে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে আসেন তাঁর প্রেমিক। তখনই তা দেখে ফেলেন পরিবারের অন্যান্য সদস্যরা। জানাজানি হয়ে যায় গোটা ঘটনা। যদিও তারপরেও তাঁর  স্বামী সাফ জানিয়ে দেন তিনি কোথাও যাচ্ছেন না। স্ত্রীর সঙ্গেই থাকতে চান। যদিও ততক্ষণে বেঁকে বসেছেন তাঁর স্ত্রী। স্পষ্ট জানান তিনি আর থাকতে চান না। গম্ভীর পরিস্থিতিতে কোনও খুন, প্রতিহিংসা দেখা যায়নি। বরং একেবারে চুক্তিপত্রে সই করে নিজের স্ত্রীকে নীরবে নতুন প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। তবে স্ট্যাম্পপেপারে স্বাক্ষর করা চুক্তি অনুসারে, বছর তিনেকের শিশু সন্তানকে স্বামীর কাছে রেখেই প্রেমিকের সঙ্গে নতুন সংসার পাতলেন যুবতী বধূ।

শনিবার এলাকার একটি মন্দিরে বিয়ে করে নতুন সংসারযাত্রা শুরু হল তাঁদের। ওই বধূ বললেন, ‘এক বছর ধরে আমরা দুজন একে অপরকে ভালোবাসি। মন যখন আমার তখন সিদ্ধান্তও আমারই হওয়া উচিত।’ সন্তানকে নিজের কাছে রাখতে না পারায় ওই বধূর অবশ্য মন খারাপ। ওই ব্যবসায়ী তরুণ বলেন, ‘ও আমাদের সম্পর্ককে স্বীকৃতি দিয়ে চাওয়ায় আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’ দুজনে দুজনকে ভালো রাখবেন বলে নববিবাহিত দম্পতি জানিয়েছেন। তবে গত সাত বছর ধরে স্ত্রী, সন্তান-সহ সংসার করার পর এভাবে চুক্তি করে প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন ঠিকই। কিন্তু নিজেও ভেঙে পড়েছেন। তাঁর কথায়, ”যাকে ঘিরে প্রেম থেকে দাম্পত্য – সে নিজেই যখন থাকতে চাইছে না, তখন সমস্যা বাড়িয়ে কী হবে? আমি চিরকাল ওকে ভালো রাখতে চেয়েছি। যদি সেটা এভাবে হয় তাহলে সেটাই না হয় হোক।”

আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, পুণ্যার্থীদের জন্য ক্যাম্প বানিয়ে পরিষেবা ডায়মন্ড হারবার তৃণমূলের

spot_img

Related articles

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...