Sunday, November 9, 2025

সুপার কাপে আজ ইস্টবেঙ্গলের সামনে শ্রীনিধি ডেকান

Date:

Share post:

মোহনবাগানের মতন আজ সুপার কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান।  প্রথম ম্যাচে ভাঙাচোরা হায়দরাবাদ এফসি-কে হারাতে কালঘাম ছুটেছিল ইস্টবেঙ্গলের। ক্লেটন সিলভার জোড়া গোল শেষ পর্যন্ত উতরে দিয়েছিল দলকে। ম্যাচের পর দলের রক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কোচ কার্লোস কুয়াদ্রাত। ডার্বির আগে এটাই শেষ ম্যাচ। তাই খেলায় উন্নতির পাশাপাশি নক আউটের লক্ষ্যে গোল পার্থক্য বাড়িয়ে রাখার দিকেও নজর রাখতে হবে দলকে।

শ্রীনিধি অবশ্য বেশ শক্ত প্রতিপক্ষ। আই লিগের খেতাবি লড়াইয়ে থাকা দলটিতে বিপজ্জনক বিদেশি ফরোয়ার্ডের পাশাপাশি ভাল মানের ভারতীয় ফুটবলারও রয়েছেন। শুরুতে গোল করে মোহনবাগানকে বেশ সমস্যায় ফেলে দিয়েছিল তারা। তাই প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ ইস্টবেঙ্গল কোচের। এই ম্যাচ নিয়ে কুয়াদ্রাত বলেন, ‘‘আমরা মনে করি, ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিন হবে। প্রতিভাবান স্বদেশি ও বিদেশি ফুটবলারের সংমিশ্রণে বেশ লড়াকু দল শ্রীনিধি ডেকান। আই লিগের শীর্ষস্থানীয় দল ওরা। প্রথম ম্যাচে ওরা মোহনবাগানের কাজটা বেশ কঠিন করে তুলেছিল। আমাদের সতর্ক থাকতে হবে।’’

হায়দরাবাদ ম্যাচে স্প্যানিশ মিডিও সাউল ক্রেসপোকে প্রথম একাদশে না রাখায় লাল-হলুদের খেলায় সেই ধার ছিল না। তাছাড়া চার বিদেশি নিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল। মাঝমাঠের শক্তি বাড়িয়ে শুরু থেকে খেলায় আধিপত্য রাখতে শ্রীনিধির বিরুদ্ধে প্রথম একাদশে ফেরানো হতে পারে ক্রেসপোকে। সেই সঙ্গে ছয় বিদেশি নিয়েই শুরু করার ভাবনা রয়েছে কুয়াদ্রাতের।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে হতাশ স্টিম্যাচ

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...