Thursday, December 25, 2025

মেয়ের ফেসবুক সূত্রে বন্ধুর সঙ্গে আলাপ গড়াল প্রেমে, দাবি আদায়ে ধর্নায় বধূ

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় আলাপ তাও মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট সূত্রে। সেখান থেকে বন্ধুত্ব, যা শেষ পর্যন্ত গড়ায় ‘প্রেম’ পর্যন্ত। এ বার স্ত্রীর মর্যাদা পেতে তরুণ ‘প্রেমিকের’ বাড়ির সামনেই ধর্নায় বসলেন বছর বিয়াল্লিশের এক বধূ। মুর্শিদাবাদের ডোমকলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলার অভিযোগ, ওই ১৮ বছরের তরুণ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি অন্য এক জনকে বিয়ে করেছেন। তাই নিজের ‘অধিকার’ বুঝে নিতে চান তিনি। নিজের দাবি আদায়ে ওই তরুণের বাড়ির সামনে ধর্নায় বসেছেন।
যদিও ওই বধূর সঙ্গে প্রেমের দাবি মানতে চাননি ওই তরুণ। তাঁর দাবি, ফেসবুকে বন্ধুত্ব ছাড়া ওই মহিলার সঙ্গে আর কোনও সম্পর্ক তাঁর ছিল না। মহিলার ধর্না তুলতে ওই তরুণের পরিবারের লোকজন তাঁকে বেধড়ক মারধর করেন বলেও অভিযোগ। ওই বধূর এক কন্যা এবং এক পুত্রসন্তান রয়েছে। ধর্নায় বসেছেন শুনে মায়ের পাশে এসে দাঁড়াননি তারাও।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকার জোড়গাছার ওই বিবাহবিচ্ছিন্না বধূর মেয়ের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় বাবলাবনার বাসিন্দা তরুণের। মাঝে মধ্যেই মেয়ের ফেসবুকে মেসেজ আসত ওই তরুণের। মেয়ের অনুপস্থিতিতে সেই সব মেসেজ দেখতেন ওই বধূ। এ ভাবেই মেয়ের পাশাপাশি মায়ের সঙ্গেও বন্ধুত্ব গড়ে ওঠে তরুণের। বধূর মেয়ের বিয়ে হয়ে গেলেও তাঁর সঙ্গে বন্ধুত্ব থেকে যায় ওই তরুণের। সেখান থেকে তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্কও গড়ে ওঠে। কিন্তু সম্প্রতি তাঁদের সম্পর্কের কথা জানতে পেরে যান তরুণের পরিবারের সদস্যরা। তড়িঘড়ি ছেলের বিয়ে দিয়ে দেন তাঁরা। এর পর থেকেই তরুণ ‘প্রেমিকের’ বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ আনেন ওই বধূ। তাঁর দাবি, ওই তরুণ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি রাখেননি। শনিবার থেকে তরুণের বাড়ির সামনে ধর্নাতেও বসেছেন ওই বধূ। তাঁকেও স্ত্রীর মর্যাদা দিতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি।
তরুণের মায়ের দাবি, ওই মহিলা আমার ছেলেকে ফাঁসাতে চেয়েছিল। সম্পর্ক ছিল, এ কথা জানতে পেরেই তড়িঘড়ির ছেলের বিয়ে দিয়েছি। আমার ছেলে ওর মেয়ের বয়সি। কী করে ও আমার ছেলের সঙ্গে শারীরিক সম্পর্কের দাবি করে?

spot_img

Related articles

নিজের ঘরেই খুন ‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী ইমানি! কাঠগড়ায় প্রেমিক

বছরের শেষে খারাপ খবর হলিউডে। প্রয়াত ‘দ্য লায়ন কিং’ (The Lion King)-এর জনপ্রিয় অভিনেত্রী ইমানি দিয়া স্মিথ। ‘দ্য...

ওড়িশার খুন হওয়া শ্রমিকের দেহ ফেরাতে উদ্যোগী মমতা-অভিষেক, বাংলাভাষী হত্যার তীব্র নিন্দা তৃণমূলের

বিজেপি পোস্টারে লিখছে, "বাংলায় বাঁচতে বিজেপি BJP) চাই"! প্রধানমন্ত্রী বাংলা এসে ভাষণেও সে কথাই বলছেন! এর অর্থ কী?...

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...