Sunday, August 24, 2025

সন্দেশখালিকাণ্ডে তুঙ্গে পুলিশি তৎপরতা! শেখ শাহজাহানের খোঁজে বাড়ির সামনে বসল সিসিটিভি

Date:

সন্দেশখালিকাণ্ডে (Sandeskhali Case) দোষীদের রেয়াত নয়। আর সেকারণেই এবার রেশন বন্টন মামলায় অভিযুক্ত নিখোঁজ শেখ শাহজাহানের (Seikh Sahjahan) বাড়িতে বসল সিসিটিভি ক্যামেরা (CCTV)। সূত্রের খবর, বাড়িতে মোট তিনটি সিসিটিভি লাগানো হয়েছে। মঙ্গলবার রাতেই শাহজাহানের সরবেড়িয়ার বাড়ির সামনে ক্যামেরা বসিয়ে নজরদারি শুরু করেছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ (Basirhat Police District)। বুধবার সকালেই দেখতে পাওয়া যায়, তাঁর বাড়ির সামনে অর্থাৎ আকুঞ্জি পাড়ার মোড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এমনকী তাঁর বাড়ির লাগোয়া গ্যারাজেও একটি মনিটর বসানো হয়েছে বলে খবর। এড়াছাও শাহজাহানের বাড়ির বাইরে ও পিছনেও বসানো হয়েছে ক্যামেরা। সব মিলিয়ে মোট ১০টি ক্যামেরা লাগানো হয়েছে।

এখনও বেপাত্তা সন্দেশখালির শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতার না করতে পারায় বিভিন্ন মহল থেকে উঠছে একাধিক প্রশ্ন। তবে রাজ্য পুলিশের তরফে প্রথম থেকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। ইতিমধ্যে ঘটনায় জড়িত একাধিক অভিযুক্তকে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না তা নিয়ে মঙ্গলবারই তীব্র অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাই কোর্ট।

ঘটনার সূত্রপাত গত ৫ জানুয়ারি। রেশন বন্টন মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে জোর করে তল্লাশি চালাতে যায় ইডি। সেখানেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা। দুর্ঘটনায় গুরুতর জখম হন ৩ ইডি আধিকারিক। ইতিমধ্যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের হয়েছে বলে খবর। অন্যদিকে আদালতের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের দাবি করেন জানিয়েছে ইডি।

 

 

 

 

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...
Exit mobile version