গাড়ির স্বাস্থ্য পরীক্ষার জন্য RTO দের বিশেষ নির্দেশ পরিবহন দফতরের!

দুর্ঘটনা এড়াতে গাড়ির ফিটনেস সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার। সে ক্ষেত্রে গাড়ি মালিকেরা যাতে এই ফিটনেস সার্টিফিকেট নবিকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া বিশেষ কর ছাড়ের সুযোগ নিতে পারেন রাজ্য সরকার সে ব্যাপারে উদ্যোগী হয়েছে। এজন্য পরিবহন দফতরের আঞ্চলিক দফতর গুলিতে প্রতি শনিবার গাড়ির স্বাস্থ্য পরীক্ষার বিশেষ শিবির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার এ ধরনের শিবিরের আয়োজন করতে হবে বলে আরটিওগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহন দফতর।

নির্দেশিকায় বলা হয়েছে রাজ্য সরকারের দেওয়া ছাড়ের সুযোগ নিতে আরটিও এবং এআরটিও দফতর গুলির সামনে বহু মানুষ ভিড় করছেন। কিন্তু সময় অভাবে সকলে এই ছাড়ের সুযোগ পাবেন না বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই শনিবারেও এই কাজ করতে হবে। যাতে সুযোগ নিতে চাওয়া প্রত্যেক গাড়ির মালিক এই প্রকল্পের সুযোগ নিতে পারেন। এখানে বলে রাখা দরকার যে পরিবহন দফতর গাড়ি মালিকদের বকেয়া রোড ট্যাক্স, পারমিট এবং সার্টিফিকেট অব ফিটনেস (সিএফ) পুনর্নবীকরণ করার ক্ষেত্রে ১ জানুয়ারি থেকে জরিমানা মকুবের প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া কর মেটানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন গাড়ির মালিকেরা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যেই বকেয়া মিটিয়ে দিলে জরিমানার ওপর ছাড় মিলবে। ১-৩০ জানুয়ারির মধ্যে বকেয়া সিএফ এবং পারমিট ফি মিটিয়ে দিলেও ১০০ শতাংশ জরিমানা মকুব করা হবে। আবার নতুন বছরের ৩১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দুই খাতের বকেয়া মেটালে গাড়ির মালিককে জরিমানার ৮০ শতাংশ মকুব করা হবে বলে জানানো হয়েছে। গাড়ির বকেয়া কর আদায়ে পরিবহন দফতরের দেওয়া বিশেষ ছাড়ে রাজ্যজুড়ে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। প্রথম দশ দিনেই রাজকোষে প্রায় ১০০ কোটি টাকা জমা পড়েছে, বলে পরিবহন দফতর সূত্রে খবর।

Previous articleআন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রথম দিনেই সেরার শিরোপা পেল ‘জাগো বাংলা’র স্টল!
Next articleভরসন্ধেয় রিষড়ায় শুট আউট! পুরনো শত্রুতার জের, অনুমান পুলিশের