Sunday, December 21, 2025

কীভাবে মৃ.ত্যু আইআইটি ছাত্রীর? কারণ খুঁজতে হিমশিম অবস্থা পুলিশের

Date:

Share post:

বৃহস্পতিবারই হস্টেল (Hostel) থেকে উদ্ধার হয়েছিল ছাত্রীর (Student) রহস্যজনক মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে আইআইটি কানপুর (IIT Kanpur) ক্যাম্পাস। তবে প্রিয়াঙ্কা জয়সওয়াল (Priyanka Jaiswal) নামে ওই পড়ুয়ার মৃত্যুর ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার পুলিশ সূত্রে খবর, হস্টেল থেকে দেহ উদ্ধারের আগের দিন অনলাইন থেকে নাইলনের দুটি দড়ি কেনেন ওই পড়ুয়া। কিন্তু কী কারণে তিনি ওই দড়ি কিনেছিলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এদিকে ঘটনার পর পুলিশকে প্রিয়াঙ্কার বাবা নরেন্দ্র জয়সওয়াল জানিয়েছেন, বুধবার রাতে তাঁকে ফোন করে মেয়ে বলেন, বৃহস্পতিবার সকাল সকাল তাঁকে ঘুম থেকে উঠিয়ে দিতে। জারন তাড়াতাড়ি না উঠলে হস্টেলে ব্রেকফাস্ট মিলবে না। তারপর বৃহস্পতিবার হস্টেলের ঘরে সিলিং ফ্যান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা প্রিয়াঙ্কা। গত ২৯ ডিসেম্বর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার জন্য আইআইটি কানপুরে ভর্তি হয়েছিলেন। তার ঠিক ২০ দিনে যেতে না যেতেই ছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কেন ওই ছাত্রী আচমকা এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ধন্ধে পুলিশ। ইতিমধ্যে ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি হস্টেলের অন্যান্য পড়ুয়াদের সঙ্গে কথা বলেও বিষয়টির কিনারা করতে চাইছে পুলিশ।

তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, আত্মহত্যার পরিকল্পনা দিন কয়েক আগেই করেছিলেন ছাত্রী। তাই অনলাইন থেকে দড়িও কেনেন। কিন্তু কেন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি তা নিয়ে জট এখনও কাটছে না। এর আগে গত ১০ জানুয়ারি কানপুর আইআইটির আরও এক ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল ক্যাম্পাসে।

 

 

 

 

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...