শহরের বেশ কিছু মাল্টিপ্লেক্সে সোমবার বেলায় বন্ধ থাকবে যে কোনও সিনেমার প্রদর্শন। সিদ্ধান্ত সর্বভারতীয় এক বেসরকারি মাল্টিপ্লেক্স সংস্থার। পরিবর্তে ওই দিন বড় স্ক্রিনে খুব সামান্য খরচে দেখতে পাওয়া যাবে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান।
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে বহু মানুষই সশরীরে সাক্ষী থাকতে পারবেন না। ইতিমধ্যেই দেশের তাবড় খবরের চ্যানেল সেখান থেকে বিভিন্ন আচার অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখানোর ব্যবস্থা করেছে। সোমবার সেই অনুষ্ঠান যাতে দেশ ও বিদেশ থেকে নিরবিচ্ছিন্নভাবে দেখানো সম্ভব হয়, সোশ্যাল মিডিয়ায় তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে বিজেপির পক্ষ থেকেও। এবার বেসরকারি ফিল্ম ডিস্ট্রিবিউটর সংস্থাও সেই তালিকায় সংযুক্ত হল।
বেসরকারি নিউজ মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে দেশের অন্যতম বৃহৎ ফিল্ম ডিস্ট্রিবিউটর তথা মা্ল্টিপ্লেক্স সংস্থা সোমবার তাদের ৭০টি শহরের ১৬০টি প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করছে। তালিকায় কলকাতার মাল্টিপ্লেক্সও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় বেলা ১১টা থেকে বিকাল ৩টে পর্যন্ত মাল্টিপ্লেক্সে বন্ধ থাকবে সিনেমার প্রদর্শন। মাত্র ১০০টাকার বিনিময়ে বড় স্ক্রিনে দেখা যাবে এই অনুষ্ঠান। এমনকি ওই টাকাতে পপকর্ন মিলবে মনোরঞ্জনের সঙ্গে।