Monday, May 5, 2025

পান্নুন খুনের ষড়যন্ত্রী নিখিলকে আমেরিকা প্রত্যার্পণের পক্ষে রায় চেক আদালতের

Date:

খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত নিখিল গুপ্তা বর্তমানে চেক প্রজাতন্ত্রের জেলে বন্দি। ভারতের নাগরিক এই নিখিল গুপ্তাকে আমেরিকার হাতে তুলে দেওয়ার পক্ষে রায় দিল চেক প্রজাতন্ত্রের আদালত। এই ষড়যন্ত্রের ঘটনায় নিখিলের বিরুদ্ধে আমেরিকায় মামলা চলছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই নিখিলকে আমেরিকায় আনার চেষ্টা চালাচ্ছিল মার্কিন সরকার।

জানা গিয়েছে, আদালতের রায়দানের পর এবার চেক প্রজাতন্ত্রের আইনমন্ত্রী পাভেল ব্ল্যাজেক এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জানা গিয়েছে, হাই কোর্টের রায় নিয়ে যদি মন্ত্রী সন্দিহান হন, তাহলে তিনি সুপ্রিম কোর্টকে এই মামলাটির বিচার করতে বলতে পারেন। সেই ক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টকে এই মামলার রায় রিভিউ করতে হবে।

এর আগে মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে জানানো হয়েছিল, পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে দায়ের মামলায় অভিযুক্ত করা হয়েছে নিখিল গুপ্তাকে। তাঁর বিরুদ্ধে ‘খুনের জন্য বরাত দেওয়ার’ ধারায় দায়ের করা হয়েছে মামলা। ভারত সরকারের এক এজেন্সির আধিকারিকের নির্দেশেই নাকি নিখিল এই কাজ করেন। তবে ভারত সরকারের যে কর্মচারীর বিরুদ্ধে সেই অভিযোগ তোলা হয়েছে, তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। এই আবহে গত ৩০ জুন চেক প্রজাতন্ত্র থেকে নিখিলকে গ্রেফতার করা হয়েছিল। অ্যাটর্নি অফিসের তরফে দাবি করা হয়, খলিস্তানি জঙ্গিকে হত্যার জন্য à§§ লাখ মার্কিন ডলারের রফা হয়েছিল। অগ্রিম বাবদ ‘আততায়ী’-কে à§§à§« হাজার মার্কিন ডলার দেওয়া হয়। তবে সেই ‘আততায়ী’ আদতে মার্কিন প্রশাসনেরই ‘আন্ডার কভার এজেন্ট’ ছিল। এরপরই বিষয়টি সম্পর্কে অবগত হয় মার্কিন প্রশাসন। পরে ওয়াশিংটনের অনুরোধে চেক প্রজাতন্ত্র গ্রেফতার করেছিল নিখিলকে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version