Friday, November 7, 2025

পারদপতন অব্যহত! রবিবারও রাজ্যের ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

বৃষ্টি (Rain) বিদায় নিলেও এক ধাক্কায় রাজ্যের পারদ (Temperature) নেমে গেল বেশ খানিকটা। শনিবার কলকাতার (Kolkata) সবর্নিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও সবর্নিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)।

আগামী ২৪ ঘণ্টা সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) থাকতে পারে ২১ ডিগ্রির আশেপাশে অর্থাৎ শনিবারের মতো রবিবারও কনকনে ঠান্ডা অনুভূত হবে।

পাশাপাশি রবিবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে একই রকম পরিস্থিতি থাকবে আরও পাঁচ দিন। সেক্ষেত্রে গত কয়েক দিন আগের মতো কলকাতার পারদ ১২ ডিগ্রির নীচে নামে কিনা সেটাই দেখার। এছাড়াও রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

তবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তরতরিয়ে নামতে শুরু করেছে তাপমাত্রা। শনিবার পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমানের তাপমাত্রাও ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। অন্যদিকে উত্তরবঙ্গে হাড় কাঁপানোটা ঠান্ডা। পাশাপাশি সিকিমের বৃষ্টিপাতের জেরে দার্জিলিংয়ের পারদ নেমেছে ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আপাতত নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় ফের উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। তারই জেরে তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা নেমে গিয়েছে।  এদিকে গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ।

এদিন হাওয়া অফিস জানিয়েছে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং সহ-সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বুধবার থেকে ফের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হতে পারে।

 

 

 

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...