Monday, December 22, 2025

পারদপতন অব্যহত! রবিবারও রাজ্যের ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

বৃষ্টি (Rain) বিদায় নিলেও এক ধাক্কায় রাজ্যের পারদ (Temperature) নেমে গেল বেশ খানিকটা। শনিবার কলকাতার (Kolkata) সবর্নিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও সবর্নিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)।

আগামী ২৪ ঘণ্টা সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) থাকতে পারে ২১ ডিগ্রির আশেপাশে অর্থাৎ শনিবারের মতো রবিবারও কনকনে ঠান্ডা অনুভূত হবে।

পাশাপাশি রবিবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে একই রকম পরিস্থিতি থাকবে আরও পাঁচ দিন। সেক্ষেত্রে গত কয়েক দিন আগের মতো কলকাতার পারদ ১২ ডিগ্রির নীচে নামে কিনা সেটাই দেখার। এছাড়াও রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

তবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তরতরিয়ে নামতে শুরু করেছে তাপমাত্রা। শনিবার পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমানের তাপমাত্রাও ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। অন্যদিকে উত্তরবঙ্গে হাড় কাঁপানোটা ঠান্ডা। পাশাপাশি সিকিমের বৃষ্টিপাতের জেরে দার্জিলিংয়ের পারদ নেমেছে ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আপাতত নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় ফের উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। তারই জেরে তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা নেমে গিয়েছে।  এদিকে গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ।

এদিন হাওয়া অফিস জানিয়েছে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং সহ-সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বুধবার থেকে ফের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হতে পারে।

 

 

 

 

spot_img

Related articles

সন্দেশখালির সাক্ষীর গাড়িতে ধাক্কা: গ্রেফতার ঘাতক গাড়ির চালক

সন্দেশখালিতে মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় আরও একধাপ এগোলো পুলিশ। এবার গ্রেফতার মূল অভিযুক্ত (main accused)...

হুলিগানদের যোদ্ধা তকমা ইউনূসের! ভারতের উপর হামলার নিন্দায় হাসিনা

দেশে যে শক্তি একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারাই এখন ভারতীয় দূতাবাসে (Deputy High...

আজ নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা: বৈঠক বিএলএদের সঙ্গে

প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। প্রায় দু লক্ষ মানুষকে বিভিন্ন অসংগতির কারণে তথ্য যাচাই-এর শুনানিতে ডাকার সম্ভাবনা নির্বাচন...

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...