Thursday, August 21, 2025

রাম নিয়ে তুঙ্গে উ.ন্মাদনা! কড়া নিরাপত্তা বলয়ে অযোধ্যায় মন্দির উদ্বোধনের সাক্ষী বিশিষ্টরা

Date:

Share post:

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আর হাতে গোনা কিছু সময়ের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার (Ramlala)। এখন লাস্ট মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পাশাপাশি অযোধ্যায় (Ayodhya) এসে উপস্থিত হয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath)। তবে শুধু এই দুজনই নন, এসে পৌঁছেছেন বিজেপি (BJP) ও আরএসএস (RSS) হাইকম্যান্ড। রামমন্দিরের (Rammandir) উদ্বোধন ঘিরে এদিন যেন দেশে রাষ্ট্রীয় ছুটির মেজাজ। এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে কেন্দ্র করে অযোধ্যায় উপস্থিত সমস্ত মহলের বিশিষ্টরা। একদিকে যেমন পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত রয়েছেন মুকেশ আম্বানির মতো শিল্পপতি, অন্যদিকে উপস্থিত রয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন থেকে শুরু করে অনুপম খের, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলদের মতো একঝাঁক বলিউড তারকারা। তেমনই রামগানে সকাল থেকেই অযোধ্যায় ভক্তির বাতাবরণ তৈরি করেছেন সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়াল থেকে শুরু করে সোনু নিগম, কৈলাস খের, শঙ্কর মহাদেবন-সহ বিশিষ্টরা। তেমনই উপস্থিত থাকতে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে-সহ একাধিক ক্রীড়াজগতের বিশিষ্টদের।

লোকসভা নির্বাচনের আগে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ নরেন্দ্র মোদি সরকার। আর সেকারণে যেভাবেই হোক হিন্দু ধর্মে শান দিতে তড়িঘড়ি রামমন্দির উদ্বোধনের ভাবনা নরেন্দ্র মোদির। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত। তার আগে সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির চত্বর। সূত্রের খবর, মন্দির উদ্বোধনে ব্যবহার করা হবে বিভিন্ন জায়গার নদীর জল। রাজস্থান থেকে আসা ঘি দিয়ে হবে রামলালার প্রথম আরতি। এদিকে অযোধ্যায় এসে উপস্থিত হয়েছেন বহু সাধু-সন্ত। তাঁদের থাকার জায়গা মূলত তীর্থক্ষেত্রপুরম। ঢেলে সাজানো হয়েছে সেই জায়গা। পাশাপাশি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ থেকে এসেছেন অতিথিরা।

তবে সোমবার সকাল থেকেই কার্যত তুমুল ব্যস্ততা অযোধ্যা জুড়ে। বিভিন্ন লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গায় নাচগান করছেন শিল্পীরা। শোনা যাচ্ছে রামধুন। অযোধ্যায় মূল মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় ২ দশমিক ৭ একর জমির ওপরে। মোট বিল্ট আপ এরিয়া ৫৭ হাজার ৪০০ বর্গফুট। মন্দিরের মোট দৈর্ঘ্য ৩৬০ ফুট। প্রস্থে ২৩৫ ফুট। ভূ-পৃষ্ঠ থেকে মন্দিরের চূড়া পর্যন্ত উচ্চতা ১৬১ ফুট। রামমন্দিরের ৩টি তলের প্রতিটির উচ্চতা ২০ ফুট করে। মন্দিরের প্রথম তলে মোট স্তম্ভ রয়েছে ১৬০টি। দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা ১৩২। আর তৃতীয় তলে ৭৪টি স্তম্ভ রয়েছে। রাম মন্দিরের মোট ফটকের সংখ্যা ১২। রাম মন্দির উদ্বোধনের আগে স্থলে, জলে, আকাশপথে চলছে নজরদারি। জনস্রোত রুখতে শনিবার রাত থেকেই অযোধ্যার সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে। যেদিকে দু-চোখ যায়, সেদিকেই আঁটোসাটো নিরাপত্তা।অযোধ্যায় ট্রেন বন্ধ, কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। শহরে ঢোকার প্রতিটা চেক পয়েন্টে নাকা তল্লাশি চলছে। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...