Tuesday, August 26, 2025

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করেনি কেন্দ্র, লজ্জা! তীব্র কটাক্ষ মমতার, ফাইল নিয়েও তোপ

Date:

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করেনি কেন্দ্র। এই বিষয় নিয়ে মঙ্গলবার, নেতাজির জন্মবার্ষিকীতে রেড রোডের (Red Road) অনুষ্ঠান থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “আর আমরা বিশ বছর ধরে চেষ্টা করেও একটা জাতীয় ছুটির দিবস হিসাবে ঘোষণা করতে পারিনি। আমি লজ্জিত। এদেশে পলিটিকাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় তাঁরা বসে বসে কাঁদে।“ একই সঙ্গ নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে কেন্দ্রকে দুষলেন মমতা।

১২৭ তম জন্মবার্ষিকীতে দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী আক্ষেপ করেন, নেতাজি কোথায় তা জানা গেল না! তাঁর কথায়, ”কোথায় হারিয়ে গেলেন নেতাজি? কোন অন্ধকারে? কীভাবে যে হারিয়ে গেলেন, এখনও জানা নেই। তাঁর মৃত্যুদিনও আমরা জানতে পারলাম না। আমাদের কী দুর্ভাগ্য যে মানুষটা দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় হারিয়ে গেলেন। আজ পর্যন্ত জানতে পারলাম না। চির অমাবস্যার ঘোরতর অন্ধকারে লুক্কায়িত আছে। আমাদের কাছে তাঁর তথ্য সম্বলিত যা ফাইল ছিল, সেই ৬৪ ফাইল আমরা প্রকাশ করে দিয়েছি। কিন্তু কেন্দ্র ফাইল বের করেনি। বিজেপি নেতাজিকে ভুলে গিয়েছে।”


মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে রাজ্যের হাতে থাকা অন্তর্ধান সংক্রান্ত ফাইল নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর আগে প্রকাশ করেছিল রাজ্য সরকার। কেন্দ্রেরও সেই কাজ করার কথা ছিল। কিন্তু কেন্দ্রের কাছে থাকা কোনও ফাইল প্রকাশিত হয়নি। মুখ্যমন্ত্রীর বলেন, ”আমরা নেতাজির মৃত্যুদিনটাও জানতে পারলাম না। ওরা বলেছিল, ছাই নিয়ে যেতে। আমি বলেছি, ছাই নেব না, আমাদের জীবন্ত নেতাজি চাই।” মোদি সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ”এই BJP সরকার ক্ষমতায় যখন আসেনি বলেছিল, আমরা এর রহস্য উদ্ঘাটন করব। তারপর সব হয়ে যায়, নেতাজিকে ভুলে যায়। নেতাজি পোর্ট আর ডকের নাম ছিল। সেটাও তুলে দিয়েছে।”

কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, ”এদেশে রাজনৈতিক প্রচারের জন্য ছুটি পাওয়া যায় কিন্তু নেতাজির জন্মদিন আজও জাতীয় দিবস হল না।” মুখ্যমন্ত্রীর কথায়, ২০ বছর ধরে চেষ্টা করেও তিনি নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করাতে পারেননি।

Related articles

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...
Exit mobile version