Sunday, November 16, 2025

অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন মুসলিম দম্পতির ঘরে ‘রামরহিম’

Date:

উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে ‘প্রাণ প্রতিষ্ঠা’ হয় রামলালার নতুন মূর্তিতে। ওই দিনই রাজ্যের ফিরোজাবাদে এক মুসলিম মহিলার কোল আলো করে আসে এক পুত্রসন্তান। গোটা দেশের মতো দিনটিকে স্মরণীয় করতে কোমর বেধে নামলেন ফিরোজাবাদের ওই মুসলিম পরিবার। পুত্রসন্তানের নাম রাখলেন ‘রামরহিম’।হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই নবজাতকের এই নাম। তেমনই জানালেন ফিরোজ়বাদের ওই পরিবার। জেলা মহিলা হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক নবীন জৈন জানিয়েছেন, সোমবার একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ফিরোজ়াবাদের এক মহিলা। সন্তান এবং মা দু’জনেই সুস্থ। চিকিৎসক জানিয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পর সেই নবজাতকের নামও ঠিক করে ফেলেছিল মহিলার পরিবার।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নবজাতকের ঠাকুমা হুসনা বানু মূলত এই নামই রাখার কথা জানান পরিবারের সদস্যদের। নবজাতকের ‘রামরহিম’ নামে সমর্থন জানিয়েছে পরিবারের অন্য সদস্যরাও।সদ্য মা হওয়া হুসনা বানু বলেন, “হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই নাতির নাম রেখেছি রামরহিম।” অন্য দিকে, কানপুরের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত চিকিৎসক সীমা দ্বিবেদী জানিয়েছেন, সোমবার তাঁদের হাসপাতালে ২৫ শিশুর জন্ম হয়েছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রামের নামে অনেকেই পুত্রসন্তানের নামকরণ করেছেন। তার হিড়িকও দেখা গিয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে।

চিকিৎসক দ্বিবেদী জানিয়েছেন, তাঁদের হাসপাতালে অনেকেই সদ্যোজাত পুত্রসন্তানের নাম রেখেছেন, ‘রাম’, ‘রাঘব’, ‘রাঘবেন্দ্র’, ‘রঘু’ এবং ‘রামেন্দ্র’।সম্ভল জেলার একটি বেসরকারি হাসপাতাল সোমবার ছয় শিশুর জন্ম হয়।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version