হাতে গোনা আর এক সপ্তাহ বাকি মাধ্যমিক পরীক্ষার। তার আগেই ২৬ জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে খুলে গেল কন্ট্রোল রুম। যেকোনও সমস্যা সমাধানের জন্য পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে থেকেই কন্ট্রোল রুম খুলে দিল মধ্যশিক্ষা পর্ষদ। জেলাভিত্তিক এই কন্ট্রোল রুমগুলো কাজ করবে। পরীক্ষার শেষদিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বেলা ৩টে পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম। মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কথা।

পরীক্ষা সংক্রান্ত যে কোনও খুঁটিনাটি জানার পাশাপাশি এবং পরীক্ষার কোনও সমস্যার কথাও জানানো যাবে কন্ট্রোল রুম নম্বরে। পরীক্ষার্থী, অভিভাবক, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের সুবিধার্থে এই ব্যবস্থা। এছাড়াও রাস্তায় পরীক্ষা দিতে আসার সময় যদি কেউ সমস্যায় পড়ে বা অসুস্থ হয়ে পড়েন পরীক্ষা চলাকালীন, তাহলে সেই যাবতীয় সমস্যা এই কন্ট্রোল রুমে ফোন করে জানানো যাবে।
কন্ট্রোল রুমে ফোন করার জন্য বেশ কিছু নম্বর দেওয়া হয়েছে। পর্ষদ সভাপতির অফিসের নম্বর: ০৩৩-২৩২১৩০৮৯ সচিবের দফতরের নম্বর: ০৩৩-২৩২১৩৮৩৬, বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের নম্বর: ৯১৪৭১৩৫৭৪৭, মেদিনীপুর আ়ঞ্চলিক কার্যালয়ের নম্বর: ৯১৪৭১৩৫৭৫২, উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয়ের নম্বর: ৯১৪৭১৩৫৭৪৮, কলকাতার নম্বর: ৯১৪৭১৩৫৭৪৯। ইমেল করতে পারেন এই ঠিকানায় examwbbse@gmail.com।
এবছর ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হবে। সকাল ৯.৪৫ থেকে শুরু হবে পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে হওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে পর্ষদ। মাধ্যমিকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো সহ একাধিক নিয়ম বাধ্যতামূলক করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন- ইউপিএসসিতে সফল, ৩৩ জনের তালিকায় বীরভূমের দেবদূত
