Thursday, August 28, 2025

ম্যাচ গ.ড়াপেটা নিয়ে মুখ খুল খুললেন শোয়েব, কী বললেন পাকিস্তানি ক্রিকেটার?

Date:

অবশেষে ম্যাচ গড়াপেটা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। তৃতীয় বিয়ের পর ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। সেই নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সানিয়া মির্জার প্রাক্তন স্বামী।

এই নিয়ে শোয়েব সোশ্যাল মিডিয়ায় বলেন, “সম্প্রতি যে গুজব ছড়িয়েছে, তা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। ফরচুন বরিশালের হয়ে খেলা একটি ম্যাচকে কেন্দ্র করে বিতর্ক। মনে হয়েছে নিজের অবস্থান পরিষ্কার করা দরকার। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি। প্রতিযোগিতা ছেড়ে আমার বেরিয়ে আসার সিদ্ধান্ত যৌথ ভাবে নেওয়া। পূর্বনির্ধারিত সূচির জন্যই আমি বাংলাদেশ ছেড়েছি। ফরচুন বরিশালের আগামী ম্যাচগুলোর জন্য আমার শুভেচ্ছা থাকল। প্রয়োজন হলে আমি আবার দলকে সাহায্য করব। দরকার হলে অবশ্যই আমাকে পাওয়া যাবে। বাংলাদেশে খেলতে আমি ভালবাসি। সব সময় উপভোগ করি। ভবিষ্যতেও খেলতে যাব।”

এরপরই শোয়েব আরও বলেন, “ সম্প্রতি একটা গুজব ছড়িয়েছে। পরিষ্কার বলতে চাই এই সব গুজব ভিত্তিহীন। কোনও তথ্য ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত, তা যাচাই করে নেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের গুজব এক জনের ভাবমূর্তির ক্ষতি করতে পারে। অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করতে পারে। আসুন আমরা সত্যকে প্রাধান্য দিই। সত্য বোঝার জন্য নির্ভরযোগ্য উৎসের উপর বিশ্বাস রাখা দরকার। আপনাদের বোঝার জন্য এবং ধৈর্যের জন্য ধন্যবাদ। বরাবরের মতো ভালবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’’ লেখার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব।

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া, এগিয়ে ১৭৫ রানে


Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version