Thursday, August 28, 2025

রবিবার রাতেই কলকাতা পা রাখার কথা ছিল তাঁর। লোকসভার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর সফর ঘিরে বিজেপি নেতা,কর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও তৎপরতা ছিল তুঙ্গে। কিন্তু আচমকা বঙ্গ সফর বাতিল করলেন শাহ। এবার রাজ্যে এসে পূর্ব মেদনীপুরের মেচেদায় সভা করার কথা ছিল অমিত শাহর। সেই প্রস্তুতির মাঝেই রাজ্য থেকে জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে অমিত শাহ আছেন না, সভা বাতিল।

বিজেপি সূত্রের খবর, এই সফরে রাজ্যের ১২টি লোকসভা এলা্কায় দলের সাংগঠনিক ক্ষমতা খতিয়ে দেখতেন অমিত শাহ। উত্তর ২৪ পরগনার চারটি লোকসভা এলাকার নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পর তাঁর যাওয়ার কথা ছিল পূর্ব মেদিনীপুরের মেচেদায়। সেখানে ইস্কন মন্দির সংলগ্ন মাঠে সভা করার কথা ছিল। দুই মেদিনীপুরের চারটি লোকসভা এলা্কার কর্মীদের নিয়ে এই সভার প্রস্তুতিও শুরু হয়েছিল। আচমকা সভা বাতিলের ঘোষণা সামনে আসায় জেলা নেতৃত্বদের একাংশ হতাশ হয়ে পড়েছে। যে মাঠে অমিত শাহের সভা করার কথা ছিল সেখানে মঞ্চ তৈরি সহ হেলিপ্যাড ময়দান প্রস্তুতির কাজ চলছিল জোরকদমে।

আরও পড়ুন- গঙ্গায় বাঁধের কাজ শুরু হতেই তলিয়ে গেল বাড়ি, শীতে গৃহহারা গারুলিয়ার বাসিন্দারা

অমিত শাহের আচমকা বঙ্গ সফর বাতিলের কারণ হিসেবে মনে করা হচ্ছে নীতীশ কুমারের ভোলবদলের সম্ভাবনাকে ঘিরে বিহারের ক্ষমতায় ফের ফিরতে পারে বিজেপি। এমন সম্ভাবনাময় পরিস্থিতির জেরেই শাহের বঙ্গ সফর বাতিল বলে দলের একাংশ মনে করছেন।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা স্থগিত নিয়ে কটাক্ষ করেছ তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অমিত শাহজি বারবার আসেন। ২০২১ সালের নির্বাচনের আগেও বারবার এসেছেন। ডেইলি প্যাসেঞ্জারি করেছেন। এঁরা যত বেশি আসেন ততই বাংলার মানুষ বেশি করে সিদ্ধান্ত নেন এদের ভোট নয়, ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। গণতান্ত্রিক রাজ্য। ওরা আসতেই পারেন। বিজেপির দিল্লি নেতৃত্বেও বোঝেন এরাজ্যে তাদের সংগঠন বলে কিছু নেই। এরজ্যে বিজেপিকে চলতে হয় এজেন্সিকে অপব্যবহার করে। বাংলার বিজেপি নিয়ে অমিত শাহের বাড়তি উত্সাহ থাকার কোনও কারণ নেই। আর যদি উৎসাহ দেখান তাহলে তাঁকে উৎসাহহীন করে দেওয়ার কাজ বাংলার মানুষ করে দেবেন।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version