Friday, August 22, 2025

‘শক্তিশালী’ হৃদয়ের খোঁজে রোটারির একগুচ্ছ ভিনটেজ ‘কার-নিভাল’ প্রকাশ

Date:

Share post:

তিলোত্তমার অন্যতম ভিনটেজ কার ব়্যালি রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত ‘ড্রাইভ হৃদয়া’ কার র‌্যালি। এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আয়োজন করা এই ব়্যালি থেকে এবছর পাওয়া গেল এক বিরল উপহার। দেশের অন্যতম নজরকাড়া সেলিব্রিটিদের পছন্দের গাড়ির সঙ্গে ছবির এক বিরল সংগ্রহ তুলে আনল রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত কার ব়্যালি। এবছর এই ব়্যালিতে অংশগ্রহণ করে দুশো গাড়ি।

আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিশুদের হার্ট অপারেশনের জন্য অর্থ সংগ্রহ, তাদের সুস্থতা এবং সুখ নিশ্চিত করার জন্য আয়োজন করা হয় এই কার ব়্যালি। এবছর ২১ জানুয়ারি আয়োজিত পঞ্চম বছরের ব়্যালিটি শুরু হয় স্প্রিং ক্লাব থেকে। সেই সঙ্গে প্রকাশিত হয় ক্যালেন্ডার ‘কার-নিভাল’। ক্য়ালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, রাজ ভট্টাচার্য, বিশিষ্ট নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তী প্রমুখ।

এই ক্যালেন্ডারটিই এবারের বিশেষ আকর্ষণ যেখানে কোনও পাতায় সত্যজিৎ রায় তাঁর ১৯৩০ সালের ক্রিসলারের সঙ্গে রয়েছেন, কোথাও আর.ডি.বর্মনকে গাড়ির সামনের রাস্তায় বসে রয়েছেন আর ফিয়াটের দুটি দরজা খোলা, কোথাও গাড়ির বনেটে বসা মোহাম্মদ রাফি ও পাশে তাঁর স্ত্রীর দাঁড়িয়ে। আবার উত্তম কুমার তাঁর প্রিয় মরিসের সাথে পোজ দিচ্ছেন। নিজেদের ভিনটেজ কারের সঙ্গে চার্লি চ্যাপলিন, কিশোর কুমার, অমিতাভ বচ্চন এবং অনিল কাপুর থেকে এই প্রজন্মের শাহরুখ খান, হৃতিক রোশন, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্তের গাড়ির সঙ্গে ছবিও ধরা পড়েছে এই ক্যালেন্ডারে।

এই বিরল মুহূর্ত নিয়ে প্রকাশিত ক্যালেন্ডার উন্মোচন নিঃসন্দেহে একটি অনন্য সংগ্রহের বিষয়। তবে ‘ড্রাইভ হৃদয়া’র মূল লক্ষ্য আরও অনেক শিশু পর্যন্ত পৌঁছানো। হৃদয়ার চেয়ারম্যান সুরজিৎ কালা জানালেন, ‘আমাদের লক্ষ্য হল আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের হৃদয়কে শক্তিশালী রাখা, এবং এটি এই কার ড্রাইভের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাতে চাই।’

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...