টিটাগড়ে রেলের ওয়াগন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

প্রতীকী ছবি

টিটাগড়ের রেলের ওয়াগন ফ্যাক্টরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে শনিবার দুপুরে। ফ্যাক্টরির ভিতরে রেলের লোহার যন্ত্রাংশ, চাকা ইত্যাদি যেখানে রাখা থাকে সেই স্তূপে আগুন লেগে যায়। তবে রেলের গেট ভিতর থেকে বন্ধ থাকায় আগুনের বিস্তার বাইরে থেকে বোঝা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা ফ্যাক্টরির বাইরে ভিড় করেন, কারণ আগুন ছড়িয়ে পড়লেই বিপদে পড়বেন আশেপাশে বড় বসতি ও বাজার এলাকার মানুষ। আগুন লাগার পরই ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াগন কারখানার রঙের সরঞ্জামে আগুন লাগে। সেখান থেকে আগুন পাশের একটি তেলের ট্যাঙ্কারে ছড়িয়ে পড়তেই বিপত্তি হয়। সেই আগুন কারখানার অন্যান্য দাহ্যপদার্থে দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আসে। প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনও রকম দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় দীর্ঘক্ষণের জন্য। আগুন লাগার কারণ নিয়ে যদিও তদন্তে টিটাগড় পুলিশ, তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে রেলের কারখানার নিরাপত্তা নিয়ে।