অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার

ম্যাচের শুরু থেকে সিনারকেই অনেক বেশি তরতাজা মনে হচ্ছিল। কেন মাত্র একটি সেট খুইয়ে তিনি ফাইনালে উঠতে পেরেছেন সেটা বোঝা

নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়ান ওপেন। প্রথম ইতালীয় খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। ফাইনালে তিনি হারালেন দানিল মেদভেদেভকে। ম্যাচের ফলাফল ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩। এদিন মেদভেদেভের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেন তরুণ তারকা।এর ফলে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম ঢুকল সিনার ট্রফি ক্যাবিনেটে। জীবনে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে খেলতে নেমেই বাজিমাত করলেন ইতালীয় তারকা।

ম্যাচের শুরু থেকে সিনারকেই অনেক বেশি তরতাজা মনে হচ্ছিল। কেন মাত্র একটি সেট খুইয়ে তিনি ফাইনালে উঠতে পেরেছেন সেটা বোঝা যাচ্ছিল তাঁর খেলায়। কিন্তু শুরুতে মেদভেদের আক্রমণাত্মক টেনিসের কোনও জবাব ছিল না সিনার কাছে। তবে শক্তিশালী শট, লম্বা র‌্যালিতে টেক্কা দিচ্ছিলেন বিপক্ষকে। শেষ পর্যন্ত সেটাই বাকি তিনটি সেটে কাজে লাগে। কার্যত রূপকথার কামব্যাক দেখল রড লেভার এরিনা। টানা তিন সেট জিতে নেন সিনার।যার ফলে জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম পেলেন তিনি।

আরও পড়ুন- ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হার ভারতের, পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংরেজরা

Previous articleপ্রশাসনিক সফরে উত্তরবঙ্গে মমতা, মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়া ভিড় হাসিমারায়!
Next articleদুই বিচারপতির বেনজির সংঘাত, সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে