বড় চমক, উত্তরবঙ্গ জুড়ে স্কুলে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দিতে চলেছে রাজ্য

এবার রাজবংশী ভাষায় স্কুলে পড়ানোর স্বীকৃতি দিতে চলেছে রাজ্য সরকার। মোট ১৯২টি স্কুলকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়া হচ্ছে। যার মধ্য ১২০টি স্কুল শুধুমাত্র কোচবিহার জেলায়। উন্নয়নের ডালি সাজিয়ে নিয়ে উত্তর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ সোমবার তিনি কোচবিহার জেলার রাসমেলা ময়দান থেকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়ার ঘোষণা করবেন। রাজ্যের এই উদ্যোগের ফলে প্রায় ১২ থেকে ১৩ হাজার পড়ুয়া রাজবংশী ভাষায় পড়ার সুযোগ পেতে চলেছেন।

পরবর্তী ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজবংশী ভাষায় পড়ানোর স্কুল শিক্ষক নিয়োগ করা হবে। সোমবার থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে ক্লাস। ইতিমধ্যেই তার প্রস্তুতি ও নিতে শুরু করেছেন রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। প্রায় ১২ থেকে ১৩ হাজার পড়ুয়া এই রাজবংশী ভাষায় পড়ার সুযোগ পাবে। উল্লেখ্য, ইতিমধ্যেই সাঁওতালি মাধ্যমে স্কুল চালু করেছে রাজ্য। তার জন্য শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শুরু হয়েছে। এবার রাজ্যবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি মিলতে চলেছে।

আরও পড়ুন- টলিউডে ১৮ বছর পার, অভিনয় জীবনের প্রাপ্তবয়স্কতায় নস্টালজিক অভিনেতা দেব!

 

Previous articleসুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ফাইনালে ওড়িশা এফসিকে হারালো ৩-২ গোলে
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ