বিজেপিশাসিত রাজ্যে মাছ-মাংস-ডিম বন্ধ! লোকসভার আগে NRC-CAA-র চক্রান্ত: রায়গঞ্জের সভায় তোপ মমতার

যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, সেখানে মাছ-মাংস-ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে। সেই সব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনি কী খাবেন, কী পরবেন সেটা আপনার অধিকার, সেটা কেউ কাড়তে পারে না। মঙ্গলবার, রায়গঞ্জের সভা থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। একই সঙ্গে NRC-CAA নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন মমতা। তাঁর কথায়, নির্বাচন এলেই ভাগাভাগির চক্রান্ত করেন মোদি সরকার। তাঁর জীবন থাকতে বাংলায় NRC-CAA হতে দেবেন না- ফের বার্তা মুখ্যমন্ত্রীর।

গান্ধীজির তিরোধান দিবসে রায়গঞ্জের পদযাত্রার মধ্যেই গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপরেই বক্তৃতায় তিনি বলেন, বৈচিত্রের মধ্যে ঐক্যে বিশ্বাস করতেন গান্ধীজি। চাইতেন, সবাই যেন এক থাকি। কিন্তু ক্ষমতায় এসেই ভাগাভাগি করছে বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশ যেখানে ক্ষমতায় এসেছে, সেখানেই বলছে ডিম, মাছ, মাংস খাওয়া বন্ধ। সেইসব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। মমতার কথায়, আপনি কী পরবেন, কী খাবেন- আপনাদের নিজস্ব অধিকার। একনায়কতন্ত্র চালাতে চাইছে মোদি সরকার- তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এরপরেই ফের NRC-CAA নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে ফের এনআরসি-র ধুঁয়ো তুলেছে বিজেপি। এই নিয়ে সোমবারের পরে মঙ্গলবারও সতর্ক করেন মমতা। বলেন, “বিএসএফ কার্ড দিচ্ছে। সেই কার্ড নেবেন না। বিএসএফ কার্ড দেওয়ার অধিকার নেই। কার্ড দিতে পারে রাজ্য।“ মুখ্যমন্ত্রীর কথায়, “আপনারা সবাই নাগরিক। নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কী করে!” এরপরেই মমতার বার্তা, “আমার জীবন থাকতে বাংলায় NRC-CAA হতে দেব না।“


Previous articleজলদস্যুদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য ভারতীয় নৌবাহিনীর, উদ্ধার ১৯ পাক নাগরিক!
Next articleএকনজরে আজকের পেট্রোল -ডিজেলের দাম