Sunday, May 4, 2025

চোপড়ার পর ইসলামপুরেও মমতা ম্যাজিক, মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন পড়ুয়ারা!

Date:

Share post:

উত্তর দিনাজপুরের চোপড়ার পর এবার ইসলামপুরের (Islampur) রোড শোতেও মমতা ম্যাজিক। মানুষের আবেগের সঙ্গে মিশে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী (CM of West Bengal)। পদযাত্রা শুরুর নির্ধারিত জায়গার প্রায় ৩০০ মিটার আগেই গাড়ি থেকে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাস্তার ধারে অসংখ্য মানুষের ভিড়ের জেরে চৌরঙ্গী মোড়ের একটু আগে নেমে মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। রাস্তার দু’ধারে অগণিত তৃণমূল কর্মী সমর্থক ও সাধারন মানুষ প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন। আগামী ২ তারিখ থেকে যে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তাতে ইসলামপুরবাসীর বিপুল সমর্থন ধরা পড়ল এদিন। কারো সঙ্গে হাত মেলালেন, কাউকে আবার আশীর্বাদ করলেন। রাজ্যের প্রশাসনিক প্রধানকে এত কাছ থেকে ছুঁয়ে দেখার সুযোগ হারাতে চাইলেন না কেউই, নিরাশ করলেন না মুখ্যমন্ত্রীও। সেই কারণেই যে রাস্তা দিয়ে তাঁর গাড়ি করে যাবার কথা ছিল সেখানেও পায়ে হেটে মানুষের সঙ্গে মিশলেন নেত্রী। সফল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা।

এদিন চোপড়া থেকে বেলা ১২ টা নাগাদ ইসলামপুরের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী। ১২:১৫ মিনিট নাগাদ চৌরঙ্গী মোড়ে বিশ্বকবির মূর্তিতে মাল্যদান করেই জনসংযোগ শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত কাছ থেকে প্রিয় ‘দিদি’কে পেয়ে উচ্ছ্বাসে ভাসলেন লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা। রাস্তায় হাঁটার পথে এক সদ্যোজাতর দিকে চোখ যায় মুখ্যমন্ত্রীর। তাঁকে কোলে নিয়ে আদর করেন, তাঁর নামকরণও করেন তিনি।

বাংলার মেয়েকে যেভাবে দেখে অভ্যস্ত আমজনতা এদিন ঠিক সেই ক্যারিশমাতেই সপ্রতিভ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রার মাঝে পড়ুয়াদের লেখাপড়ার খোঁজ নিলেন, তাঁদের আবদার মিটিয়ে সেলফি তুললেন। আবার মহিলারা লক্ষ্মীর ভান্ডার পান কিনা সেদিকেও সজাগ দৃষ্টি রাখলেন। সবুজ সাথীদের সঙ্গে কথা বলা থেকে বয়স্ক মানুষেরা ভাতা পাচ্ছেন কিনা তার খোঁজ নেওয়া – এই সব কিছু নিয়েই ইসলামপুরের মানুষের সঙ্গে একেবারে পরম আত্মীয়র মতো মিশে গেলেন জনতার মমতা। আজ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে, তাই ইসলামপুরের পদযাত্রাতে গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য নিবেদন করতেও দেখা যায় তাঁকে। পাশাপাশি ইসলামপুর বাস স্ট্যান্ডের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতেও পুষ্প নিবেদন করেন তিনি। এরপর ইসলামপুর হাই স্কুলের মাঠের অস্থায়ী হেলিপ্যাড থেকেই রায়গঞ্জের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী। যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চোপড়া এবং ইসলামপুরবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।


spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...