Saturday, January 10, 2026

চোপড়ার পর ইসলামপুরেও মমতা ম্যাজিক, মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন পড়ুয়ারা!

Date:

Share post:

উত্তর দিনাজপুরের চোপড়ার পর এবার ইসলামপুরের (Islampur) রোড শোতেও মমতা ম্যাজিক। মানুষের আবেগের সঙ্গে মিশে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী (CM of West Bengal)। পদযাত্রা শুরুর নির্ধারিত জায়গার প্রায় ৩০০ মিটার আগেই গাড়ি থেকে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাস্তার ধারে অসংখ্য মানুষের ভিড়ের জেরে চৌরঙ্গী মোড়ের একটু আগে নেমে মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। রাস্তার দু’ধারে অগণিত তৃণমূল কর্মী সমর্থক ও সাধারন মানুষ প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন। আগামী ২ তারিখ থেকে যে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তাতে ইসলামপুরবাসীর বিপুল সমর্থন ধরা পড়ল এদিন। কারো সঙ্গে হাত মেলালেন, কাউকে আবার আশীর্বাদ করলেন। রাজ্যের প্রশাসনিক প্রধানকে এত কাছ থেকে ছুঁয়ে দেখার সুযোগ হারাতে চাইলেন না কেউই, নিরাশ করলেন না মুখ্যমন্ত্রীও। সেই কারণেই যে রাস্তা দিয়ে তাঁর গাড়ি করে যাবার কথা ছিল সেখানেও পায়ে হেটে মানুষের সঙ্গে মিশলেন নেত্রী। সফল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা।

এদিন চোপড়া থেকে বেলা ১২ টা নাগাদ ইসলামপুরের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী। ১২:১৫ মিনিট নাগাদ চৌরঙ্গী মোড়ে বিশ্বকবির মূর্তিতে মাল্যদান করেই জনসংযোগ শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত কাছ থেকে প্রিয় ‘দিদি’কে পেয়ে উচ্ছ্বাসে ভাসলেন লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা। রাস্তায় হাঁটার পথে এক সদ্যোজাতর দিকে চোখ যায় মুখ্যমন্ত্রীর। তাঁকে কোলে নিয়ে আদর করেন, তাঁর নামকরণও করেন তিনি।

বাংলার মেয়েকে যেভাবে দেখে অভ্যস্ত আমজনতা এদিন ঠিক সেই ক্যারিশমাতেই সপ্রতিভ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রার মাঝে পড়ুয়াদের লেখাপড়ার খোঁজ নিলেন, তাঁদের আবদার মিটিয়ে সেলফি তুললেন। আবার মহিলারা লক্ষ্মীর ভান্ডার পান কিনা সেদিকেও সজাগ দৃষ্টি রাখলেন। সবুজ সাথীদের সঙ্গে কথা বলা থেকে বয়স্ক মানুষেরা ভাতা পাচ্ছেন কিনা তার খোঁজ নেওয়া – এই সব কিছু নিয়েই ইসলামপুরের মানুষের সঙ্গে একেবারে পরম আত্মীয়র মতো মিশে গেলেন জনতার মমতা। আজ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে, তাই ইসলামপুরের পদযাত্রাতে গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য নিবেদন করতেও দেখা যায় তাঁকে। পাশাপাশি ইসলামপুর বাস স্ট্যান্ডের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতেও পুষ্প নিবেদন করেন তিনি। এরপর ইসলামপুর হাই স্কুলের মাঠের অস্থায়ী হেলিপ্যাড থেকেই রায়গঞ্জের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী। যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চোপড়া এবং ইসলামপুরবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।


spot_img

Related articles

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

App-এর ভুলে ১কোটি ৩৬ লক্ষের নাম ‘বাদ’! অভিযোগে AERO পদে অব্যহতির আবেদন

যে পদ্ধতিতে ১ কোটি ৩৬ লক্ষ বাংলার মানুষকে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আনা হয়েছে সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে...