Thursday, August 28, 2025

প্রাথমিক শিক্ষকদের তালিকা প্রকাশ পর্ষদের, সাতদিনের মধ্যে নিয়োগের নির্দেশ

Date:

সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগের জটিলতা কাটার পরই নিয়োগের তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। বুধবার ৯ হাজার ৫৩৩ জনের তালিকা প্রকাশ করে পর্ষদ। রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি হয়েও আদালতের জটিলতায় নিয়োগ আটকে রয়েছে। সেই মতো আদালতের সম্মতি মিলতেই নিয়োগের তালিকা প্রকাশ করল পর্ষদ।

২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে ১১৭৮৫ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় মামলার কারণে তাতে স্থগিতাদেশ হয়ে যায়। এর মধ্যে ৯,৫৩৩ পদে নিয়োগে কোনও জটিলতা নেই বলে সোমবার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। বাকি ডিএলএড (DELEd) প্রশিক্ষণরত চাকরিপ্রার্থীদের বিষয়টি যদিও এখনও আদালতের বিচারাধীন। ২০২২ সালের সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে (notification) ডিএলএড প্রশিক্ষণরতরাও অংশ নিতে পারবে বলে জানিয়েছিল পর্ষদ। এই চাকরিপ্রার্থীদের মামলাটি আগামী ২২ মার্চ ফের শুনানি।

সোমবার সুপ্রিম নির্দেশের পরই বুধবার ৯৫৩৩ শূন্য পদের জন্য তালিকা প্রকাশ করল পর্ষদ। তাদের নিয়োগের চিঠি (appointment letter) পোস্টের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। সেই হার্ড কপি নিয়ে সাতদিনের মধ্যে সংশ্লিষ্ট স্কুলে তাদের যোগদান করার নির্দেশও দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের প্রাথমিক স্কুলে যে ১১ হাজার শূন্যপদ রয়েছে তার খানিকটা মেটার সম্ভাবনা। তবে আদালতের জটিলতা যত দ্রুত মিটবে স্কুলগুলির স্বাচ্ছন্দ ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তত দ্রুত হবে বলে আশাবাদী রাজ্য সরকার।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version