Saturday, December 6, 2025

‘রাজস্ব ঘাটতি বৃদ্ধি উদ্বেগজনক’! কেন্দ্রীয় বাজেটকে ‘সম্পূর্ণ নির্বাচনী’ কটাক্ষ বিরোধীদের

Date:

Share post:

দিশাহীন! সাধারণ মানুষের জন্য অন্তর্বর্তী বাজেটে শুধুমাত্র গাল ভর্তি ভরসা ছাড়া কিছুই নেই, বৃহস্পতিবার এমনটাই দাবি বিরোধীদের। এদিন লোকসভা ভোটের (Loksabha Election) আগে ‘‌বাজেট অন অ্যাকাউন্ট’‌ (Union Budget) পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Shitaraman)। আর তারপরই বাজেটে যে সাধারণ মানুষের জন্য কিছুই নেই তা সাফ জানালেন বিরোধীরা। একজোটে বিরোধীদের দাবি, এই বাজেট ‘‌বিদায়ী বাজেট।’‌

এদিন কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি বলেন, রাজস্ব ঘাটতি ‘অত্যন্ত উদ্বেগজনক’। তিনি আরও জানান, “অত্যন্ত উদ্বেগের বিষয় হল ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি, কারণ অর্থমন্ত্রীর ভাষণে সংখ্যাগুলি স্পষ্টভাবে প্রমাণ করে যে ১৮ লক্ষ কোটিরও বেশি এই বছরের কেন্দ্রীয় বাজেটের অনুদান বিহীন পরিমাণ, এবং এই সংখ্যাটি লাগাতার বাড়তে চলেছে”।

কংগ্রেস নেতা শচীন পাইলট বলেন, “এটি একটি অন্তর্বর্তীকালীন বাজেট ছিল। পাশাপাশি এদিনের বাজেট বক্তৃতাকে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করে তিনি বলেন, এতে সাধারণ মানুষের জন্য কোনও স্বস্তি ছিল না। এটা সরকারের প্রশংসা করার জন্য একটি রাজনৈতিক বক্তব্য। এই বাজেটের সঙ্গে কৃষক ও দেশের যুব সমাজের কোনও সম্পর্ক ছিল না”।

শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে কেন্দ্রীয় বাজেট নিয়ে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, “সরকার অবশেষে বুঝতে পেরেছে যে দেশে এই চার ধরণের (দরিদ্র, মহিলা, যুব এবং কৃষক) মানুষ রয়েছেন। ঠাকরে এদিন আরও বলেন, “মোদি সরকার তার শেষ বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি খুব ভারী হৃদয়ে শেষ বাজেট পেশ করেছেন।” এছাড়া বহুজন সমাজবাদী পার্টির সাংসদ দানিশ আলি বলেন, “বাজেটে নতুন কিছু ঘোষণা করা হয়নি”। ডিএমকে নেতা দয়ানিধি মারান বলেছেন, “কিছুই খুব বেশি পরিবর্তন হয়নি, মানুষ ইতিমধ্যেই হতাশ। পাশাপাশি আপ সাংসদ স্বাতি মালিওয়াল বাজেটকে “হতাশাজনক” বলে অভিহিত করে বলেন যে দেশে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব তাদের শীর্ষে রয়েছে।

 

 

 

spot_img

Related articles

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...

বাংলা-বিরোধিতায় বিদ্যুৎ-বরাদ্দ কমে ১২ ভাগের ১ ভাগ! অভিষেকের প্রশ্নের নির্লজ্জ উত্তর কেন্দ্রের

পরিকাঠামো। স্বাস্থ্য। একশো দিনের কাজ। শিক্ষা। সব ক্ষেত্রের পরে এবার কোপ বিদ্যুতে! শুধুমাত্র বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণে বিদ্যুতের...