Friday, January 9, 2026

‘রামলীলা’ নিয়ে ধুন্ধুমার! পুনে বিশ্ববিদ্যালয়ে চুড়ান্ত অভব্যতা ABVP-র, গ্রেফতার অধ্যাপক-পড়ুয়ারা

Date:

Share post:

হিন্দু (Hindu) ভাবাবেগে আঘাতের অভিযোগ! গ্রেফতার পুনের (Pune) সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের (Savitri Bai Phule) এক অধ্যাপক (Professor)-সহ পাঁচ পড়ুয়া (Students)। অভিযোগ, কলেজে ‘রামলীলা’ (Ramleela) মঞ্চস্থ করতে গিয়ে মারাত্মক কাণ্ড ঘটিয়েছেন পড়ুয়ারা। সূত্রের খবর, রামলীলাকে একটু আধুনিক উপায়ে উপস্থাপন করতেই বাধে গণ্ডগোল। মঞ্চে দেখা যায় বসে বসে সিগারেটে সুখটান দিচ্ছেন সীতা। এখানেই শেষ নয়, সীতার মুখে গালাগালির বন্যা। আর সেই রামলীলা দেখেই দায়ের হল অভিযোগ। এরপরই হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে গ্রেফতার কলেজের অধ্যাপক ও ৫ পড়ুয়া।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। সূত্রের খবর, গত শুক্রবার সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানেই মঞ্চস্থ করা হচ্ছিল ‘রামলীলা’। ওই নাটকেই এমন অনেক দৃশ্য ছিল, যা আপত্তিজনক। ভাইরাল হওয়া একটি ভি়ডিয়োয় দেখা যায়, এক ছাত্র, যিনি সীতার ভূমিকায় অভিনয় করছিলেন, তিনি সিগারেট খাচ্ছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। আর এই দৃশ্য সামনে আসতেই বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয়ে যায় গণ্ডগোল। অভিযোগ নাটক চলাকালীনই বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) কর্মী সমর্থকরা জোর করেই অশান্তি শুরু করে। ঘটনার জেরে রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। সূত্রের খবর, নাটকটি মঞ্চস্থ করেন ললিত কলা কেন্দ্র অথবা সেন্টার ফর পারফর্মিং আর্টসের পড়ুয়ারা। এদিন তাঁদের উপরে আচমকাই চড়াও হয় এবিভিপি। এরপর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে এবিভিপি-র সদস্য হর্ষবর্ধন হারপুদের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে ২৯৫ (এ) ধারায় রামলীলার ব্যাকস্টেজ রোজনামচা নিয়ে তৈরি নাটকের সমস্ত অভিনেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আর তারপরই পুলিশ গ্রেফতার করে ললিত কলা কেন্দ্রের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ড. প্রবীণ ভোলে এবং ভবেশ পাটিল, জয় পেডনেকর, প্রথমেশ সাওয়ান্ত, ঋষিকেশ দলভি এবং যশ চিকলে নামে ৫ পড়ুয়াকে। তাঁরা প্রক্যেকেই ওই রামলীলা নাটকে অভিনয় করেছিলেন।

তবে ললিত কলা কেন্দ্রের দাবি, রামায়ণের উপরে নয়, বরং রামলীলার বিভিন্ন চরিত্রের মঞ্চের পিছনের হাসি-মজা নিয়েই নাটকটি তৈরি করা হয়েছিল। আর গায়ের জোরে এটাকে নিয়েই রাজনীতি করছে বিজেপি। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্যেই এটা করা হয়নি।

 

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...