ধর্ষণের অভিযোগ উঠলো ভারতীয় হকি খেলোয়াড় বরুণ কুমারের বিরুদ্ধে। বরুণ কুমারের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন এক তরুণী। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেছেন বরুণ। এমনকি তিনি নাবালিকা থাকার সময়েও সহবাস হয় বলে অভিযোগ ওই তরুণি। শেষ পর্যন্ত বিয়ে না করায় বরুণের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।

তরুণির অভিযোগ , ২০১৯ সালে তাঁর যখন ১৭ বছর বয়স, তখন সোশ্যাল মিডিয়ায় বরুণের সঙ্গে পরিচয় হয় তার। বেঙ্গালুরুর সাই স্টেডিয়ামে জাতীয় দলের শিবিরে এলেই বরুণ তাঁর সঙ্গে সহবাস করতেন বলে অভিযোগ করেন ওই তরুণী। বার বার বিয়ের প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত বিয়ে করেননি বলে জানিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ওই তরুণী বেঙ্গালুরুর জ্ঞানভারতী থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বিমলের বিরুদ্ধে।পুলিশের দাবি, বরুণ পলাতক। খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। জানা গিয়েছে, বেঙ্গালুরু পুলিশের একটি দল জলন্ধরে গিয়ে বরুণকে জিজ্ঞাসাবাদ করতে পারে।
আরও পড়ুন-কেন মুম্বইয়ের নেতৃত্ব থেকে সরানো হল রোহিতকে? মুখ খুললেন MI কোচ
