পাথরে কাপড় বাঁধলেই তা ধর্মীয় মূর্তি নয়: প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ আদালতের

“রাস্তায় পড়ে থাকা পাথরে কাপড় জড়িয়ে তা ধর্মীয় মূর্তি বলে দাবি করা যায় না।” এই সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই জানালো মাদ্রাজ হাইকোর্ট। একইসঙ্গে জেলা প্রশাসনকে অবিলম্বে ওই মূর্তি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ।

তামিলনাড়ুর চেঙ্গালাপাট্টু জেলার শক্তি মুরুগান নামে এক ব্যক্তি আদালতে মামলা দায়ের করে জানিয়েছিলেন, স্থানীয়রা তাঁর বাড়ির গেটের সামনে একটি পাথরকে ঈশ্বরের মূর্তি বলে দাবি করে পুজো শুরু করেছে যার জেরে বাড়ির ভেতর প্রবেশে অসুবিধা হচ্ছে তাঁর ও তাঁর পরিবারের। এই মামলার সুনানিতেই আদালতের তরফে জানানো হয়, একটি পাথরকে ধর্মীয় মূর্তি বলে দাবি করে কারও ব্যক্তিগত সম্পত্তির প্রবেশদ্বারে বাধা সৃষ্টি করা যায় না। বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ বলেন, রাস্তার ধারে একটি পাথর সবুজ কাপড়ে ঢেকে রাখা হয়েছে বলে কেউ দাবি করতে পারে না যে এই পাথরটি একটি মূর্তি বা ঈশ্বরের রূপ ধারণ করেছে এবং এইভাবে, কাউকে নিজের ব্যক্তিগত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যায় না। আদালত আরও জানায়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সমস্ত অন্ধ বিশ্বাস সমাজে কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছে। এই সব অন্ধবিশ্বাসের বাইরে বের হওয়া প্রয়োজন।

Previous articleমন্ত্রিত্ব না পেয়ে ‘চটলেন’ জিতনের পুত্রবধু! আস্থাভোটে হারের আশঙ্কায় নীতীশ
Next articleব্যোমমিত্র: গগনযানে চেপে প্রথম মহাকাশে পাড়ি জমানোর সৌভাগ্যবতী