২০১৯ হোক ’২১ – বাংলাজুড়ে প্রচার নেমেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনে অনেকেই তাঁকে নেপথ্য নায়কের তকমা দেয়। লোকসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক রূপরেখা নির্দিষ্ট করতে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১৬ ফেব্রুয়ারি দলীয় সব সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।

তৃণমূল (TMC) সূত্রে খবর, আগামী শুক্রবার বিকেল ৩টেয় সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে। যেহেতু এক সঙ্গে প্রায় চারশো জনকে নিয়ে বৈঠক করার মতো জায়গা নেই। তাই ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠক হবে।


লোকসভা অধিবেশন যোদ দিতে দিল্লি গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক (Abhishek Banerjee)। কলকাতা ফিরে মঙ্গলবার, বেশ কিছুক্ষণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। এর পরেই বুধবার এই বৈঠক ডাকা হয়েছে। ভোট প্রচারই হোক বা দিলিল দূত অথবা তৃণমূল নবজোয়ার- অভিষেকের ব়্যালি মানেই জনপ্লাবন। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে নিজের লোকসভা কেন্দ্রে সময় দেওয়া কথা আগেই জানিয়েছিলেন অভিষেক। সেই মতো জেলায় বৈঠকও করেন তিনি। এবার রাজ্যস্তরে দলের সাংগঠিক রূপরেখা তৈরিতে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
