সচিন-উদয়ের হাত ধরে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শূন্য রানে আউট হন ওপেনার আর্দশ সিং। ১২ রানে আউট হন অর্শ্বিন কুলকার। ৪ রানে আউট হন

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত। এদিন সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। সৌজন্যে উদয় সাহারান এবং সচিন ধাস। ৮১ রান করেন উদয় । ৯৬ রান করেন সচিন।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক উদয় সাহারান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করে প্রোটিয়ারা। ৭৬ রান করেন প্রিটোরিয়াস। ৬৪ রান রিচার্ড। ভারতের হয়ে তিন উইকেট রাজ লিম্বানি। ২ উইকেট নেন মুশের খান। একটি করে উইকেট নেন নমন তিওয়াড়ি এবং সৌম পান্ডে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শূন্য রানে আউট হন ওপেনার আর্দশ সিং। ১২ রানে আউট হন অর্শ্বিন কুলকার। ৪ রানে আউট হন মুশের। ৮১ রান করেন অধিনায়ক উদয়। ৯৬ রান করেন সচিন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নেন কুইনা এবং ত্রিস্টান।

এদিন সচিনের পারফরম্যান্স মুগ্ধ করেছে দেশবাসীকে। বাবার প্রিয় ক্রিকেটার ছিলেন সচিন তেন্ডুলকর । সেই কারণেই ছেলের নাম রেখেছিলেন সচিন। বিশ্বকাপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এহেন ইনিংস খেলে তরুণ সচিন যেন বুঝিয়ে দিলেন, ভারতীয় শিবিরে নতুন এক সচিনের উদয় হল।

আরও পড়ুন- ‘নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রেখো না’, সদ্যবিবাহিত তরুণীদের পরামর্শ সানিয়ার

Previous articleউচ্চশিক্ষায় আগ্রহ বাড়ছে কয়েদিদের, বিধানসভায় পরিসংখ্যান তুলে ধরে জানালেন কারামন্ত্রী
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ