Thursday, November 13, 2025

সিনেমার প্রিমিয়ারে যেতে গিয়ে দুর্ঘটনা, পার্কিং লটে প্রয়াত অভিনেতা

Date:

সিনেমা মুক্তির দিনে শেষ হল জীবনযাত্রা। প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল (Ahmed Rubel)। বুধবার হদ্‌রোগে আক্রান্ত হয়ে অভিনেতার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ৮ তলায় ছবির প্রিমিয়ারে যোগ দিতে যাওয়ার সময় আচমকাই পার্কিং লটে তাঁর মৃত্যুতে শোকাহত টিম ইউনিট। চলতি সপ্তাহে বাংলাদেশে জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ (Ahmed Rubel)। সেই ছবির প্রিমিয়ারে যেতে গিয়েই শেষ হল অভিনেতার সফর। ২০১৪ সালে টলিপাড়ায় সঞ্জয় নাগ পরিচালিত ‘পারাপার’ ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) বিপরীতে অভিনয় করেন আহমেদ। ‘চিরঞ্জীব মুজিব’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে তাঁর অভিনয় দর্শক মনে দাগ কাটে। প্রসূন রহমান পরিচালিত ‘প্রিয় সত্যজিৎ’ তথ্যচিত্রে পরিচালক সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে নজর কারেন আহমেদ।

আহমেদ রুবেল নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে খবর। ছবির ইউনিট সূত্রে খবর, শপিং মলের পার্কিং লটে গাড়ি পার্ক করার পর অসুস্থ বোধ করেন আহমেদ। সঙ্গে ছিলেন ছবির পরিচালক নূরুল আলম আতিক। তিনি জানিয়েছেন, হাঁটতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যান আহমেদ। সঙ্গে সঙ্গে অভিনেতাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। আহমেদ রুবেলের আকস্মিক মৃত্যুতে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, পরিচালক রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল প্রমুখ। আগামী শুক্রবার বিকেলে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।


Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...
Exit mobile version