Friday, December 26, 2025

লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! লক্ষ্মীবারে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ লক্ষ্মীলাভ

Date:

Share post:

রাজ্যে সব মহিলাকে ‘হাত খরচ’-এর জন্যই ২০২১-এ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার লোকসভা ভোটের আগে তাঁর মাস্টারস্ট্রোক সেই প্রকল্পের ভাতা বৃদ্ধি। বৃহস্পতিবার, বিধানসভায় বাজেট পেশে করে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা ভাতা বাড়ানো হল। যার ফলে যে মহিলারা ৫০০ টাকা পেতেন, তাঁরা ১০০০ টাকা করে পাবেন। জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা।

চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বাজেট (Budget) পেশের সময় বলেন, “আমাদের মা-বোনেদের হাত শক্ত করার জন্য এই মা-মাটি-মানুষের সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতির শ্রেণির জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক ১,২০০ টাকা এবং অন্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক ১০০০ টাকা হবে।“

২০২১ সালে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পান। এ বার লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য। চন্দ্রিমা জানান, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে।  মে মাস থেকে মহিলারা এর সুবিধা পাবেন। এর জন্য রাজ্যের কোষাগার থেকে অতিরিক্ত ১২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান চন্দ্রিমা। ৬০ বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন বলেও বাজাটে ঘোষণা করা হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করার মতো ঐতিহাসিক পদক্ষেপের জন্য মাননীয়া সরকারকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।’’

spot_img

Related articles

‘প্রজাপতি ২’ নামের অর্থ হারালো মাঝপথেই, ক্লাইম্যাক্স টুইস্টে বাঙালি আবেগ ধরার চেষ্টা

বড়দিনে বড়পর্দায় মুক্তি পেল 'প্রজাপতি ২' (Prajapati 2)। ছবি নির্মাতারা প্রথম থেকেই বলে এসেছেন এই ছবি বাবা- সন্তানের...

দলের পদাধিকারী-ভোট ম্যানেজারদের সঙ্গে আজ মেগা সাংগঠনিক বৈঠকে অভিষেক

দলনেত্রীর নির্দেশ মেনে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের ভূমিকা আলোচনার পাশাপাশি ভোট ম্যানেজারদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন...

পূর্ব মেদিনীপুরের রামনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪ দোকান

উৎসবের মরশুমে পূর্ব মেদিনীপুরের রামনগরে (Ramnagar, East Midnapore) অগ্নিকাণ্ড। ভস্মীভূত পরপর চারটি দোকান। প্রাথমিক অনুমান মিষ্টির দোকানে শর্ট...

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...