Tuesday, January 13, 2026

গঙ্গাসাগর সেতু, শিল্প সেতু থেকে উড়ালপুল! পরিকাঠামো ক্ষেত্রে ঢালাও ঘোষণা বাজেটে

Date:

Share post:

কেন্দ্রের লাগাতার বঞ্চনা সত্ত্বেও কীভাবে বিকল্প পথ বের করে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বাজেটে তা দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে অসংখ্য জনমুখী প্রকল্প ও নাগরিক পরিষেবা সংক্রান্ত একাধিক পদক্ষেপ ঘোষণা করা হল এদিন। বিশেষ জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উপর। নতুন রাস্তা তৈরি এবং সংস্কারের পাশাপাশি একাধিক সেতু নির্মাণের ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে, গঙ্গাসাগর সেতু, শিল্প সেতু। ইএম বাইপাস এবং নিউটাউনের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে নতুন উড়ালপুলের ঘোষণাও করেছে রাজ্য।

বৃহস্পতিবার বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্যের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তোলা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যপূরণে দক্ষিণ ২৪ পরগনার মুড়িগঙ্গা নদীর উপর LOT ৮ এবং সাগরদ্বীপের কচুবেড়িয়ার মধ্যে একটি ৩.১ কিলোমিটার দীর্ঘ সেতুর নির্মাণ হবে। সেতুটির নাম হবে ‘গঙ্গাসাগর সেতু’। এর ফলে গঙ্গাসাগরে তীর্থে যাওয়া আরও সহজ হবে। পর্যটনেও জোয়ার আনবে। উন্নতি হবে এলাকার মানুষের আর্থ সামাজিক পরিস্থিতির। সেতু তৈরিতে ১২০০ কোটি টাকা খরচ পড়বে বলে জানিয়েছেন চন্দ্রিমা। এর মধ্যে প্রথম বছরের জন্য ২০০ কোটি বরাদ্দের ঘোষণা করেন তিনি। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গঙ্গাসাগরের মতো এত বড় মেলার জন্য সেতুর প্রয়োজন রয়েছে। তার জন্য বার বার কেন্দ্রের কাছে দরবার করেছেন। কিন্তু তাতে লাভ হয়নি। তাই নিজেরাই সেতু তৈরির কাজে হাত দিচ্ছেন তাঁরা।

এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ রাস্তায় (SH-7) ‘কৃষক সেতু’র সমান্তরালে, দামোদর নদীর উপর ‘শিল্প সেতু’ নামের একটি চার লেন বিশিষ্ট নতুন ৬৪০ মিটার দীর্ঘ সেতু তৈরি করা হবে। সেতুটি তৈরি করতে খরচ হবে ২৮৬ কোটি টাকা। তিন বছর সময় লাগবে সেতুটি তৈরি হতে। প্রথম বছরের জন্য এই সেতু তৈরিতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া নিউ টাউন এবং বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মোড় থেকে নিউ টাউনের CG ব্লক সন্নিহিত মহিষবাথান পর্যন্ত একটি চার লেন বিশিষ্ট, ৭ কিলোমিটার দীর্ঘ উড়ালপুল নির্মাণের প্রস্তাব দিয়েছে রাজ্য। আগামী তিন বছরে তাতে খরচ হবে ৭২৮ কোটি টাকা। প্রথম বছরের জন্য এদিন ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।

শুধু তাই নয়, পথশ্রী-১, পথশ্রী-২ প্রকল্পে ৬, ৪৮৮ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত ২৬,৪৮৭ কিমি রাস্তার নির্মাণ এবং সংস্কার সম্পন্ন হয়েছে। কেন্দ্র গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের টাকা আটকে রাখা সত্ত্বেও, রাজ্যবাসীর জন্য পথশ্রী-৩ প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য, তাতে প্রায় ৩ হাজার ৮৬৮ কোটি টাকা খরচ হবে। এর আওতায় ১২০০০ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ রাস্তার নির্মাণ এবং সংস্কারও হবে।

spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...