‘আমি এসব নিয়ে ভয় পাই না’, বিশ্বকাপে হাঁটু মুড়ে বসা নিয়ে মুখ খুললেন শামি, কী বললেন তিনি?

এই নিয়ে শামি নিজের ইউটিউব চ্যানেলে শামি বলেন, কিছু লোক বলেছিলেন, আমি উইকেট নেওয়ার পর সাজদা করতে বসেছিলাম।

২০২৩ বিশ্বকাপে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন মহম্মদ শামি। ২৪ টি উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। সেই বিশ্বকাপের সময় শামির একটি আচারণ তোলপাড় করে তুলেছিলো। বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে ৫ উইকেট নেন শামি। সেই ম্যাচে মাটিতে হাঁটু মুড়ে বসে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শামি। যা নিয়ে অনেকে তাঁর সমালোচনা করেছিলেন। সেই নিয়ে এতদিন কিছু না বললেও, এবার মুখ খুললেন শামি।

এই নিয়ে শামি নিজের ইউটিউব চ্যানেলে শামি বলেন, কিছু লোক বলেছিলেন, আমি উইকেট নেওয়ার পর সাজদা করতে বসেছিলাম। কিন্তু আমি তা করিনি। অনেকে আমাকে দেশ থেকে বের করে দিতে বলেন। অনেকে আমার জাত নিয়ে প্রশ্ন তোলেন। আসলে যার মনে যে নোংরামি রয়েছে, সেগুলি প্রকাশ করে ফেলেন। আমার বোলিং নয়, তাঁদের আগ্রহ অন্য কিছু নিয়ে।“

এরপরই শামি বলেন, “আমি টানা পাঁচ ওভার বল করছিলাম। নিজের সব টুকু দিয়ে বল করছিলাম। কিছুটা বেশি চেষ্টাও করছিলাম। স্বভাবতই ক্লান্ত লাগছিল। কয়েকটা বল ব্যাটের খুব কাছ দিয়ে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত পঞ্চম উইকেট পেয়ে হাঁটু মুড়ে বসে পরেছিলাম। সতীর্থদের কেউ আমাকে পিছন থেকে হালকা ধাক্কা দেওয়ায় সামনের দিকে একটু ঝুঁকে যাই সে সময়। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পরে। লোকে ভেবে নেয়, আমি বোধহয় সাজদা করছিলাম। অথচ ব্যাপারটা এক দমই তা নয়। যাঁরা এসব বলেন, তাঁদের একটাই পরামর্শ দেব। দয়া করে এই ধরনের কাজ বন্ধ করুন।“

ভারতের তারকা পেসার আরও বলেন, “আমি এসব নিয়ে ভয় পাই না। আমি মুসলিম এবং তার জন্য আমি গর্বিত। আমি একজন গর্বিত ভারতীয়ও বটে। আমার কাছে দেশ সবার আগে।কারও সমস্যা হলেও পরোয়া করি না। আমি আনন্দের সঙ্গে বাঁচি এবং দেশের প্রতিনিধিত্ব করি। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে কিছু নেই।”

আরও পড়ুন- মেসির নাম শুনেই মেজাজ হারালেন রোনাল্ডো, মাঠেই দিলেন উত্তর, ভাইরাল ভিডিও

Previous articleঅ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কৈলাশ সত্যার্থী, সফল পড়ুয়াদের সম্মান নোবেলজয়ীর
Next article১০০ দিনের বঞ্চিতদের পাওনা মেটাতে দক্ষিণ ২৪ পরগনায় তিনশোর বেশি ক্যাম্প অভিষেকের