Sunday, August 24, 2025

কলেজের ‘ফেয়ারওয়েল পার্টি’র পর হস্টেলের ঘরে তরুণীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

Date:

কলেজের এক জনের ‘ফেয়ারওয়েল পার্টি’তে আমন্ত্রিত ছিলেন। সেখান থেকে ফিরেও এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তরুণীকে। কী ভাবে তাঁর মৃত্যু হল, খতিয়ে দেখছে পুলিশ।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তরুণী আত্মহত্যা করেছেন। যদিও তাঁর পরিবারের দাবি, এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে। এমনকী, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, তেলঙ্গানার সূর্যপেটের সোশ্যাল ওয়েলফেয়ার গুরুকূল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ওই তরুণী। , শনিবার সন্ধ্যায় কলেজের মধ্যেই একটি পার্টিতে তিনি যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফিরে বাড়িতে ভিডিয়ো কল করেছিলেন। মায়ের সঙ্গে ভিডিয়ো কলে কথাও হয়েছিল ওি তরুণীর। খুব বেশি রাত নয়।রাত সাড়ে ৯টা নাগাদ হস্টেলের ঘর থেকে তরুণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তরুণীর মা পুলিশকে জানিয়েছেন, পার্টিতে কী কী হয়েছিল, সে সব খুঁটিনাটি তরুণী বর্ণনা করেছিলেন ভিডিয়ো কলে। তার পর কলেজ থেকে তাঁর কাছে ফোন যায়।
পুলিশের তরফ থেকে বাড়িতে জানানো হয়, তরুণী অসুস্থ। তাই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁরা যে সময়ে হাসপাতালে পৌঁছন, তখন সেখানে কলেজের কেউ ছিলেন না। বাড়ির লোক পৌঁছনোর আগেই কেন কলেজের লোকজন হাসপাতাল ছেড়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কী ভাবে তরুণীর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছেন তারা।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version