Saturday, November 22, 2025

হৃদরোগে মৃত্যু হলেও কোভিড পজিটিভ রোগীকে আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিল্লি হাই কোর্টের

Date:

Share post:

কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে (Hospital) ভর্তি হলেও শেষরক্ষা হয়নি। কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয় ওই ব্যক্তির। কিন্তু কোভিডে (Covid 19) মৃত্যু হলেও তাঁর পরিবার কোনও ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। কারণ হাসপাতালের অভিযোগ কোভিড নয়, হৃদরোগে আক্রান্ত হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর সেকারণেই কোনোরকম আর্থিক সহায়তা পাবে না ওই পরিবার। এমন কথা উঠতেই মামলা দায়ের হয় কোর্টে। আর সেই মামলায় দিল্লি হাই কোর্ট সাফ জানিয়ে দেয় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ (Compensation) হিসাবে সরকারকে দিতে হবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা।

এদিকে অরবিন্দ কেজরিওয়াল সরকার মামলার শুনানিতে হাই কোর্টে জানায়, ওই ব্যক্তি কোভিড নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মারা যাওয়ার এক মাস আগে তাঁর আরটি-পিসিআর টেস্ট পজিটিভ আসে। সেকারণেই ওই ব্যক্তির পরিবার ‘মুখ্যমন্ত্রী কোভিড-১৯ পরিবার আর্থিক সহায়তা যোজনায়’ ক্ষতিপূরণ পাবেন না। কিন্তু আপ সরকারের সেই যুক্তি না মেনে হাই কোর্ট পাল্টা ওই ব্যক্তির হাসপাতালের ‘ডেথ সামারি’ খতিয়ে দেখার নির্দেশ দেয়। আর তারপরই আসল তথ্য সামনে আসে আদালতের। এরপরই হাসপাতালের ডেথ সামারির তথ্য তুলে ধরে আদালত জানায়, ওই ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর ২০২১ সালের ১৯ জুন মারা যাওয়া পর্যন্ত হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। পাশাপাশি কোভিড-পরবর্তী সমস্যাতেও ভুগছিলেন দিল্লির বাসিন্দা ওই ব্যক্তি। আর সেকারণেই মৃত্যুর আগে পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কোনোরকম উন্নতি হয়নি। এরপর ২০২১ সালের ১৯ জুন তিনি মারা যান।

মামলার শুনানি চলাকালীন সেই প্রসঙ্গ তুলে ধরেই বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ সাফ জানান, শুধুমাত্র হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া মানে এটা নয় যে কোনওভাবেই কোভিডের কারণে তাঁর শরীরে সমস্যা হয়নি বা তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিতে সাহায্য করেনি। আর সেকারণেই মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ হাই কোর্টের।

 

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...