Tuesday, December 16, 2025

ভোট প্রচারে স্কুলের পড়ুয়াদের ‘ব্ল্যাকমেলিং’ শেখালেন মহারাষ্ট্রের বিধায়ক! নিন্দার ঝড় সব মহলে

Date:

নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, ভোট প্রচারে কোনওভাবেই নাবালকদের যুক্ত করা যাবে না। এমনকী, বাবা-মায়ের কোলে চড়েও তাঁরা সভা-মিছিলে যেতে পারবে না। অথচ মহারাষ্ট্রের (Maharastra) শিবসেনা (শিন্ডে) বিধায়ক সন্তোষ বাঙ্গার (Santosh Bangar) একটি স্কুলে গিয়ে প্রাথমিকের পড়ুয়াদের তাঁর হয়ে প্রচারে বাবা-মাকে ব্ল্যাকমেইল করতে নির্দেশ দেন। সেই ভিডিও ভাইরাল (Video Viral) হতেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে।

বিধায়ক সন্তোষ বাঙ্গার (Santosh Bangar) সম্প্রতি তাঁর এলাকার একটি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে পড়ুয়াদের বিধায়ক বলেন, তাদের বাবা-মা তাঁকে ভোট না দিলে তারা যেন খাবার না খায়। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। সেখানে দেখা যায়, বিধায়ক বলছেন, ‘‘যদি পরের বার নির্বাচনে তোমাদের বাবা-মা আমায় ভোট না দেন, তা হলে তোমরা দুদিন খাবে না।’’ এই কথা শুনে শিশুরাও মাথা নাড়ে। তার পর তিনি পড়ুয়াদের ‘ছড়া’ কেটে বলতে শেখান, ‘‘সন্তোষ বাঙ্গারকে ভোট দাও, তবেই আমরা খাব খাবার।’’ সেই সময় সেখানে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা।

এর আগেও বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছেন বাঙ্গার। প্রকাশ্যে সমাবেশে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোয় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। গত সপ্তাহেই নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে জানায়, নির্বাচনী কোনও বিষয়ে নাবালকদের যুক্ত করা যাবে না। এরপরে ওই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। তীব্র সমালোচনা করেন মহারাষ্ট্রে এনসিপি এবং কংগ্রেস নেতারা। তাঁদের অভিযোগ, বাঙ্গার যা বলেছেন, তাতে নির্বাচন কমিশনের নির্দেশিকার অবমাননা হয়েছে। ওই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত কমিশনের।

Related articles

আদৌ কি টলিপাড়ায় সমকামী বিয়ে হয়েছে? ‘অকারণ গুঞ্জন’ নিয়ে মন্তব্যে নারাজ সুচন্দ্রা!

দিন কয়েক আগেই খবরে প্রকাশ টলিপাড়ার প্রথম সমকামী বিয়ের (Samesex marriage) কথা। জানা যায় ছোট পর্দার দুই জনপ্রিয়...

১০০০ কোটি ডলারের মামলা দায়ের! বিবিসি-র ভুলে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

মিথ্যা, উস্কানিমূলক খবর পরিবেশনের অভিযোগ। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি-র বিরুদ্ধে...

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...
Exit mobile version