Thursday, December 4, 2025

রামের পর কৃষ্ণ! ফেব্রুয়ারিতেই বাংলায় শাহ, মায়াপুর গিয়ে ধর্মীয় বিভাজনের চেষ্টা বিজেপির

Date:

Share post:

বাংলায় দলের হাত তথৈবচ! সংগঠনের পাশাপাশি দলের নেতাদের অবস্থাও মনের মতো নয়। কিন্তু সামনেই লোকসভা ভোট (Loksabha Election)। আর সেই ভোটকে মাথায় রেখেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সব ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি, বুধবার গভীর রাতে কলকাতায় (Kolkata) পৌঁছনোর কথা রয়েছে শাহের। পরদিনই অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি তিনি যাবেন মায়াপুরের (Mayapur) ইসকন (ISCON) মন্দিরে। বিজেপি সূত্রে খবর রবিবারই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আর অমিত শাহের সফরের দিনক্ষণ ঘোষণার পর শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণের নামে ধর্মীয় বিভাজনের চেষ্টাতেই এমন সিদ্ধান্ত বিজেপির। তবে বাংলার মানুষ যে ধর্মের নামে কোনওভাবেই বিভাজন চান না তা বঙ্গ বিজেপির বর্তমান হাল দেখেই স্পষ্ট। তবুও গায়ের জোরে ধর্ম নিয়ে মাতামাতি করে নিজেদের পায়ের তলার মাটি কিছুটা শক্ত করতেই অমিত শাহের এই বঙ্গ সফর বলে মনে করা হচ্ছে।

এর আগে নভেম্বর এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলায় এসেছেন শাহ। তবে জানুয়ারির শেষ সপ্তাহে তাঁর বাংলায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সফর। শেষমেশ চলতি মাসের শেষ দিনে শাহের আসার কথা বাংলায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে রবিবারই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। বিশেষ কিছু না ঘটলে এই সফরে বাংলায় এসে ২৯ ফেব্রুয়ারি মায়াপুরের ইস্কন মন্দিরে যাবেন শাহ। বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামী ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতায় পৌঁছবেন শাহ। শহরেই করবেন রাত্রিবাস। তার পরদিন মায়াপুরের মন্দির দর্শন করবেন। এছাড়াও রানাঘাট-সহ বেশ কয়েকটি লোকসভার নেতাদের সঙ্গেও বৈঠক করবেন শাহ। এরপর সেখান থেকে সোজা কলকাতায় ফিরেও দলীয় বৈঠক সারতে পারেন শাহ।

তবে সেই সময় উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় কোনও প্রকাশ্য সমাবেশ তিনি করতে পারবেন না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। করবেন না বলেই জানা গিয়েছে। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানাননি। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিয়ে এখনই কিছু জানা সম্ভব নয়। তবে ফেব্রুয়ারির শেষে তিনি বাংলায় থাকবেন বলেই কথা দিয়েছেন।”

 

 

 

 

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...