Wednesday, January 14, 2026

রামের পর কৃষ্ণ! ফেব্রুয়ারিতেই বাংলায় শাহ, মায়াপুর গিয়ে ধর্মীয় বিভাজনের চেষ্টা বিজেপির

Date:

Share post:

বাংলায় দলের হাত তথৈবচ! সংগঠনের পাশাপাশি দলের নেতাদের অবস্থাও মনের মতো নয়। কিন্তু সামনেই লোকসভা ভোট (Loksabha Election)। আর সেই ভোটকে মাথায় রেখেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সব ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি, বুধবার গভীর রাতে কলকাতায় (Kolkata) পৌঁছনোর কথা রয়েছে শাহের। পরদিনই অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি তিনি যাবেন মায়াপুরের (Mayapur) ইসকন (ISCON) মন্দিরে। বিজেপি সূত্রে খবর রবিবারই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আর অমিত শাহের সফরের দিনক্ষণ ঘোষণার পর শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণের নামে ধর্মীয় বিভাজনের চেষ্টাতেই এমন সিদ্ধান্ত বিজেপির। তবে বাংলার মানুষ যে ধর্মের নামে কোনওভাবেই বিভাজন চান না তা বঙ্গ বিজেপির বর্তমান হাল দেখেই স্পষ্ট। তবুও গায়ের জোরে ধর্ম নিয়ে মাতামাতি করে নিজেদের পায়ের তলার মাটি কিছুটা শক্ত করতেই অমিত শাহের এই বঙ্গ সফর বলে মনে করা হচ্ছে।

এর আগে নভেম্বর এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলায় এসেছেন শাহ। তবে জানুয়ারির শেষ সপ্তাহে তাঁর বাংলায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সফর। শেষমেশ চলতি মাসের শেষ দিনে শাহের আসার কথা বাংলায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে রবিবারই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। বিশেষ কিছু না ঘটলে এই সফরে বাংলায় এসে ২৯ ফেব্রুয়ারি মায়াপুরের ইস্কন মন্দিরে যাবেন শাহ। বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামী ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতায় পৌঁছবেন শাহ। শহরেই করবেন রাত্রিবাস। তার পরদিন মায়াপুরের মন্দির দর্শন করবেন। এছাড়াও রানাঘাট-সহ বেশ কয়েকটি লোকসভার নেতাদের সঙ্গেও বৈঠক করবেন শাহ। এরপর সেখান থেকে সোজা কলকাতায় ফিরেও দলীয় বৈঠক সারতে পারেন শাহ।

তবে সেই সময় উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় কোনও প্রকাশ্য সমাবেশ তিনি করতে পারবেন না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। করবেন না বলেই জানা গিয়েছে। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানাননি। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিয়ে এখনই কিছু জানা সম্ভব নয়। তবে ফেব্রুয়ারির শেষে তিনি বাংলায় থাকবেন বলেই কথা দিয়েছেন।”

 

 

 

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...