Thursday, November 13, 2025

কংগ্রেস ছাড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি যোগের সম্ভাবনা

Date:

Share post:

মারাঠা ভূমে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই এবার হাত শিবিরের শক্তিক্ষয়। মহারাষ্ট্রে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলেকে চিঠি দিয়ে দল ছাড়ার ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে। বিধায়ক হিসেবে ইস্তফাপত্র জমা দিয়েছেন স্পিকার রাহুল নরওয়েকারের কাছে। এই ঘটনায় মারাঠাভূমে নতুন করে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে অনুমান করা হচ্ছে শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।

আসন্ন লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে হাত শিবিরের ক্রমাগত শক্তিক্ষয় হয়ে চলেছে। সম্প্রতিই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন দুই বর্ষীয়ান নেতা মিলিন্দ দেওরা এবং বাবা সিদ্দিকি। একনাথ শিন্ডের শিবসেনার দিকে হেঁটেছেন মিলিন্দ। আর অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছেন বাবা সিদ্দিকি। এই পরিস্থিতিতে বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ দাবি করেন, “অন্যান্য দলের অনেক নেতারাই বিজেপিতে যোগ দিতে মুখিয়ে আছেন। আগে আগে দেখিয়ে হোতা হ্যা কেয়া।” তাঁর এই মন্তব্যের পর অশোকের কংগ্রেস ত্যাগ স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রের বিজেপি যোগের সম্ভাবনাকে প্রবল করছে।

উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এসবি চৌহানের ছেলে অশোক চৌহান ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। কিন্তু আদর্শ কো-অপারেটিভ সোসাইটি দুর্নীতিকাণ্ডের জেরে ইস্তফা দিয়েছিলেন। ওই আবাসনের জমির মালিকানা ছিল প্রতিরক্ষা মন্ত্রকের। কিন্তু একশ্রেণির রাজনীতিবিদ সেখানে কারচুপি করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতিকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেও মধ্য মহারাষ্ট্রের যে নান্দেড জেলার ছেলে তিনি, সেখানে তাঁর যথেষ্ট প্রতিপত্তি আছে। সেই পরিস্থিতিতে তাঁর কংগ্রেস ত্যাগ লোকসভা ভোটের আগে কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলা।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...